<p>ABP Ananda Live: হলদিয়ার বিজেপি বিধায়ক ও তমলুকের সাংসদের টানাপোড়েন চলছিল বেশ কিছুদিন ধরেই। প্রকাশ্য়ে দুজন পরস্পরের বিরুদ্ধে মুখও খুলেছিলেন। এই পরিস্থিতিতে তাপসী মণ্ডল তৃণমূলে যোগ দেওয়ার পরে আরও চড়া হল সেই সংঘাতের সুর। তাপসী মণ্ডল বললেন, উনি বাইরে থেকে এসে প্রার্থী হয়ে জেতার পর, বিধায়ক ও জেলা সভাপতিদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন। সুর চড়িয়ে অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় বললেন, ‘জঞ্জাল এবার ভাগাড়ে গেছে!’ হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল দাবি করছেন, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার নেপথ্য়ে বিজেপির বিভাজনের রাজনীতিই মূল কারণ। হলদিয়া তৃণমূলে যোগদানকারী বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল বলেছেন, প্রগতিশীল বাংলার মাটিতে যেভাবে বিভাজনের রাজনীতি চলছে, আমরা দেখছি সেই বিভাজনের রাজনীতি বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে। পাল্টা অনেকেরই প্রশ্ন, বিজেপি তার জন্ম থেকে শুরু করে আজ অবধি তারা তো কট্টর হিন্দুত্বের রাজনীতির পথেই হেঁটেছে! আজ বিজেপি নতুন এমন কী করল, যে তাপসী মণ্ডল চমকে উঠলেন? ২০২০ সালে তিনি যখন বিজেপিতে যোগ দেন, তখন তিনি জানতেন না, বিজেপি কী ধরনের রাজনীতি করে? নাকি তাপসী মণ্ডলের দলবদলের পিছনে অন্য়তম প্রধান কারণ তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিবাদ?</p>
Source link
বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার নেপথ্য়ে বিজেপির বিভাজনের রাজনীতিই মূল কারণ: তাপসী মণ্ডল

+ There are no comments
Add yours