পূর্ব বর্ধমানের কাটোয়ায় আবাস তালিকায় ভূতুড়ে নাম, একজনেরই নাম উঠেছে ৫ বার!
<p>ABP Ananda Live: পূর্ব বর্ধমানের কাটোয়ায় আবাস তালিকায় ভূতুড়ে নাম। একজনেরই নাম উঠেছে ৫ বার। কাটোয়া ২ নম্বর ব্লকের জগদানন্দপুর পঞ্চায়েতের আমডাঙা ও মুস্থলি গ্রামে অবাক করা ছবি। সমীক্ষায় গিয়ে হতবাক বিডিও অফিসের কর্মীরা। আবাস তালিকায় সুদেষ্ণা রায় বলে একজনের নাম রয়েছে ৫ জায়গায়। উপভোক্তার নাম এক হলেও, স্বামী বা বাবার নাম আলাদা। ৫টি আলাদা ঠিকানায় খোঁজ নিতে গেলে সুদেষ্ণা রায়ের বাবা ও স্বামীর খোঁজ মিলেছে। শত খোঁজাখুঁজি করেও অস্তিত্ব মেলেনি উপভোক্তা সুদেষ্ণা রায়ের। </p>
<p>আরও খবর, তৃণমূল কংগ্রেসের সংগঠনে কি এবার বড়সড় রদবদল হতে চলেছে? ১০-এর বেশি জেলা সভাপতি বদলের সুপারিশ দলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের কাছে পাঠালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। কলকাতা পুরসভা বাদে সমস্ত পুরসভা স্তরেও দেদার বদলের প্রস্তাব দিলেন তিনি। সূত্রের খবর, চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। </p>
Source link