NOW READING:
সাইবার প্রতারণা রুখতে নতুন কী উদ্যোগী রাজ্য সরকারের ?
December 4, 2024

সাইবার প্রতারণা রুখতে নতুন কী উদ্যোগী রাজ্য সরকারের ?

সাইবার প্রতারণা রুখতে নতুন কী উদ্যোগী রাজ্য সরকারের ?
Listen to this article



<p>ABP Ananda Live: সাইবার প্রতারণা রুখতে উদ্যোগী রাজ্য সরকার। সচেতনতা গড়ে তুলতে এবার বই প্রকাশ করল রাজ্যের তথ্য প্রযুক্তি দফতর। কমিক্স এর আকারে ‘সাইবারের সম্মোহন’ নামে বই প্রকাশ করা হয়েছে বলে বিধানসভায় জানালেন তথ্য প্রযুক্তি উন্নয়ন মন্ত্রী বাবুল সুপ্রিয়।&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>আরও খবর, ভর সন্ধ্যায় বাগমারিতে বোমাবাজি। মঙ্গলবার স্থানীয় ক্লাবের কাছে একটি নির্মীয়মাণ বাড়ির নিচে বসেছিলেন ২ যুবক। অভিযোগ রাত সাড়ে ৮টা নাগাদ পাশের পাড়ার বেশ কয়েকজন বাসিন্দা সেখানে আসেন। পুরনো কোনও বিষয় নিয়ে তর্কাতর্কি শুরু হয় দুপক্ষের। বচসা থেকে উত্তেজনা ছড়ায়। স্থানীয়দের অভিযোগ পাশের পাড়ার বাসিন্দারা ৩টি বোমা ছোড়ে। লাঠি দিয়েও হামলা চালানো হয় বলে অভিযোগ। মাথা ফাটে এক স্থানীয় যুবকের। এলাকাবাসী রাস্তায় বেরোলে চম্পট দেয় হামলাকারীরা। ঘটনায় ২ জনকে আটক করেছে মানিকতলা থানার পুলিশ। এলাকায় রয়েছে পুলিশি পাহারা।</p>



Source link