<p>ABP Ananda Live: কোচবিহারের মাথাভাঙায় আবাস প্রকল্পের সমীক্ষা করতে গিয়ে তৃণমূল নেতার রোষের মুখে পড়লেন সরকারি অফিসার। সমীক্ষা নিয়ে নির্দেশ অমান্য, চেয়ার ছুড়ে মারার চেষ্টার অভিযোগ উঠল রুইডাঙা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য মণিরুল হকের বিরুদ্ধে। হামলার ছবি ভাইরাল। গতকাল রুইডাঙা এলাকায় সমীক্ষার কাজে যান ভূমি ও রাজস্ব বিভাগের আধিকারিক। অভিযোগ, তাঁকে ফোন করে অন্য এলাকায় সমীক্ষায় যাওয়ার নির্দেশ দেন তৃণমূল পঞ্চায়েত সদস্য। সরকারি অফিসার নির্দেশ অগ্রাহ্য করায় তাঁকে মারার জন্য চেয়ার ছুড়ে মারার চেষ্টা করেন তৃণমূল নেতা। এরপর ঘোকসাডাঙা থানার পুলিশ গিয়ে অভিযুক্ত পঞ্চায়েত সদস্যকে আটক করে। যদিও রাত পর্যন্ত প্রশাসনের তরফে কোনও অভিযোগ দায়ের হয়নি। প্রশাসনকে কাজ করতে দিতে হবে, দল হস্তক্ষেপ করবে না, সাফাই তৃণমূল নেতৃত্বের। </p>
Source link
মাথাভাঙায় আবাস প্রকল্পের সমীক্ষায় গিয়ে তৃণমূল নেতার রোষের মুখে সরকারি অফিসার
