<p>ABP Ananda Live: ‘কমিশনের তৈরি করা নির্বাচনী আচরণবিধি ভাঙছেন রাজ্যের বিরোধী দলনেতা’। ‘সাম্প্রদায়িক মেরুকরণ, প্রতিহিংসার পরিস্থিতি তৈরি করতে চাইছেন শুভেন্দু অধিকারী'<br />’শুভেন্দু অধিকারীর ভাষণের পেন ড্রাইভ জমা দেওয়া হয়েছে কমিশনের কাছে’। শুভেন্দু অধিকারীকে সেন্সরের দাবি তৃণমূল কংগ্রেসের। মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, তিনি এ নিয়ে দিল্লির সঙ্গে কথা বলবেন, দাবি কুণাল ঘোষের। </p>
<p>আরও খবর, এবার এন্টালিতে মহিলার বাড়িতে চড়াও হওয়ার অভিযোগে গ্রেফতার হলেন এক সিভিক ভলান্টিয়ার।অভিযোগকারিণীর পরিবারের দাবি, শনিবার ভোরে তাঁদের ঘরে ঢুকে পড়েন প্রতিবেশী সিভিক ভলান্টিয়ার সন্তোষলাল প্রসাদ। মহিলার চিৎকার শুনে ছুটে আসে আশপাশের লোকজন। ধরে ফেলে সিভিক ভলান্টিয়ারকে। এবারই প্রথম নয়, অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে এরকম অভিযোগ আগেও উঠেছিল। এবার খানাকুল গ্রামীণ হাসপাতালের ঘর দখল করে ধান-আলুর গুদাম তৈরির অভিযোগ উঠল এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে।অভিযোগ, খানাকুল থানার সিভিক ভলান্টিয়ার কার্তিক বাগ হাসপাতালের ঘর দখল করে বানিয়ে ফেলেছেন ধান, আলুর গুদাম।</p>
Source link
শুভেন্দু অধিকারীকে সেন্সরের দাবি তৃণমূল কংগ্রেসের
Read Time:2 Minute, 0 Second