সালানপুরে পাইপ লাইনের কাজের সময় দুর্ঘটনা, মাটি চাপা পরে আহত কয়েকজন
<p>ABP Ananda Live: সালানপুরে পাইপ লাইনের কাজের সময় দুর্ঘটনা। মাটি চাপা পরে আহত আরও বেশ কয়েকজন। আসানসোলে মাটি চাপা পরে মৃত্যু ৩ শ্রমিকের। </p>
<p> </p>
<p><strong>বাসন্তীতে নাবালিকা ধর্ষণ-খুনের অভিযোগে ২ তরুণকে গ্রেফতার করল পুলিশ:</strong></p>
<p>বাসন্তীতে নাবালিকা ধর্ষণ-খুনের অভিযোগে ২ তরুণকে গ্রেফতার করল পুলিশ। অষ্টম শ্রেণির ছাত্রীর সঙ্গে বন্ধুত্ব ছিল ধৃতদের। ত্রিকোণ প্রেমের জেরে খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।৯ দিন ধরে নিখোঁজ ছিল বাসন্তীর নাবালিকা। পুলিশের দাবি, ১২ জানুয়ারি নিখোঁজ হওয়ার দিনই খুন হয় ১৫ বছরের কিশোরী। গতকাল বাড়ির কাছে চাষের জমি থেকে তার বিবস্ত্র দেহ উদ্ধার হয়। ধর্ষণ করে খুনের অভিযোগ তোলে নাবালিকার পরিবার। এই ঘটনায় নাবালিকার দুই বন্ধুকে গ্রেফতার করেছে বাসন্তী থানার পুলিশ।</p>
<p><strong>সঞ্জয় রায়ের আমৃত্য়ু কারাদণ্ডের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে, হাইকোর্টে যাওয়ার ঘোষণা করেছেন মুখ্য়মন্ত্রী:</strong></p>
<p>সঞ্জয় রায়ের আমৃত্য়ু কারাদণ্ডের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে, হাইকোর্টে যাওয়ার ঘোষণা করেছেন মুখ্য়মন্ত্রী। যদিও তাতে সায় নেই তিলোত্তমার পরিবারের। ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে, এ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন তিলোত্তমার মা-বাবা।</p>
Source link