NOW READING:
১২ দিনের মাথায় ফের মালদায় গুলি, নেপথ্যে আবার গোষ্ঠীদ্বন্দ্ব?
January 14, 2025

১২ দিনের মাথায় ফের মালদায় গুলি, নেপথ্যে আবার গোষ্ঠীদ্বন্দ্ব?

১২ দিনের মাথায় ফের মালদায় গুলি, নেপথ্যে আবার গোষ্ঠীদ্বন্দ্ব?
Listen to this article



<p>ABP Ananda Live: মালদায় ফের শ্যুটআউট, এবার গুলিবিদ্ধ তৃণমূল অঞ্চল সভাপতি। কালিয়াচকে গুলিবিদ্ধ তৃণমূলের অঞ্চল সভাপতি। রাস্তার শিলান্যাস করতে গিয়ে গুলিবিদ্ধ তৃণমূল নেতা। দুলাল সরকার হত্যাকাণ্ডের ১২ দিনের মাথায় ফের মালদায় গুলি।&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>দিল্লিতে ডেকে পাঠানো হল বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে:</p>
<p>এদিকে, সীমান্তে উস্কানি, এবার পাল্টা চাপ ভারতেরও। রবিবার, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে ডেকে পাঠিয়েছিল ইউনূস সরকার। সোমবার, পাল্টা, দিল্লিতে ডেকে পাঠানো হয় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে। কড়া বার্তা দিয়ে বলা হয়, বর্ডারে সমস্তরকম অপরাধমূলক কাজের মোকাবিলায় বাংলাদেশ সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি গ্রহণ করবে বলে ভারত আশাবাদী।</p>
<p>অনুব্রতর অনুগামী হওয়ায় মেরে হাত পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠল নানুরে</p>
<p>এদিকে, নতুন বছর এলেও বীরভূমে কমেনি অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের অনুগামীদের মধ্য়ে দ্বন্দ্ব। এবার অনুব্রতর অনুগামী হওয়ায় মেরে হাত পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠল নানুরে। অভিযোগ অস্বীকার করেছেন কাজল শেখ ঘনিষ্ঠ তৃণমূলের সভাপতি।&nbsp;</p>



Source link