কাশ্মীরের জঙ্গি ক্যানিংয়ে ধৃত, তার কাছে মিলেছে হাতে লেখা বেশ কিছু নোট
<p>ABP Ananda Live:কাশ্মীরের জঙ্গি ক্যানিংয়ে, বেঙ্গল STF সূত্রে খবর, ধৃতের কাছ থেকে মিলেছে শ্রীনগরের ঠিকানায় আধার কার্ড। মিলেছে ৫০ হাজার টাকা এবং হাতে লেখা বেশ কিছু নোট। সেগুলি ডিকোড করে তথ্য উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন গোয়েন্দারা। সূত্রের খবর, ক্যানিং থেকে বাংলাদেশ হয়ে পাকিস্তানে যাওয়ার ছক কষেছিল শ্রীনগরের বাসিন্দা জাভেদ আহমেদ মুন্সি। ৫৮ বছরের এই জঙ্গি তেহরিক-উল-মুজাহিদিনের সেকেন্ড-ইন-কমান্ড। কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত থাকার পাশাপাশি, একাই বিচ্ছিন্নতাবাদী সংগঠন গড়ে তোলার কাজ চালাচ্ছিল জাভেদ। হাতে লেখা নোটে কী ছিল? নাশকতামূলক কাজের নির্দেশ? নাকি কীভাবে গোটা পরিকল্পনা সাজানো হবে, তার ছক? বাজেয়াপ্ত করা হাতে লেখা নোট ডিকোড করে তথ্য উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বেঙ্গল STF। </p>
<p> </p>
<p>আরও খবর, মুর্শিদাবাদের পর ক্যানিং, রাজ্যে একের পর এক জঙ্গি গ্রেফতার। দিল্লি থেকে বিমানে ক্যানিং এসে পাকড়াও কাশ্মীরি জঙ্গি জাভেদ। বেঙ্গল STF-এর সঙ্গে কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার। নদীপথেই বাংলাদেশে পালানোর ছক কষেছিল কাশ্মীরি জঙ্গি, সন্দেহ গোয়েন্দাদের।</p>
Source link