NOW READING:
‘স্যালাইন প্রয়োগেই প্রসূতির মৃত্যু,’ সন্দেহ ১৩ সদস্যের তদন্ত কমিটির
January 12, 2025

‘স্যালাইন প্রয়োগেই প্রসূতির মৃত্যু,’ সন্দেহ ১৩ সদস্যের তদন্ত কমিটির

‘স্যালাইন প্রয়োগেই প্রসূতির মৃত্যু,’ সন্দেহ ১৩ সদস্যের তদন্ত কমিটির
Listen to this article



<p><strong>ঝিলম করঞ্জাই, কলকাতা: </strong>মেদিনীপুর মেডিক্যাল কলেজে নিষিদ্ধ স্যালাইন প্রয়োগে প্রসূতির মৃত্যু। যা নিয়ে সরগরম রাজ্য। এবার SSKM হাসপাতালে বৈঠকে বসছে স্বাস্থ্য দফতরের ১৩ সদস্যের প্রতিনিধিদল। স্বাস্থ্যভবন সূত্রে খবর, স্যালাইন থেকেই মেদিনীপুর মেডিকেল কলেজে এই ঘটনা ঘটেছে বলে মনে করছে ১৩ সদস্যের তদন্ত কমিটি।&nbsp;</p>
<p>মেদিনীপুর মেডিক্যাল কলেজে নিষিদ্ধ স্যালাইন প্রয়োগে প্রসূতির মৃত্যু নিয়ে তোলপাড় কাণ্ড। এছাড়া আরও চার প্রসূতির অসুস্থ হয়ে পড়েছেন। এই আবহে আজ রবিবার&nbsp; SSKM হাসপাতালে বৈঠকে বসছে স্বাস্থ্য দফতরের ১৩ সদস্যের প্রতিনিধিদল। গতকাল মেদিনীপুর মেডিক্যাল কলেজে তদন্তে যান তাঁরা। আজ SSKM-এর বৈঠকে স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্যসচিবেরও থাকার সম্ভাবনা রয়েছে। ডাকা হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মৌসুমী নন্দী ও স্ত্রীরোগ বিভাগের প্রধানকে।&nbsp;</p>
<p><strong>আরও পড়ুন: <a title="India-Bangladesh Border: ‘BSF-এর পাহারাদারির প্রয়োজনীয় পরিকাঠামো নেই’ মুখ্যমন্ত্রীকে চিঠি বনগাঁ পুরসভার চেয়ারম্যানের" href="https://bengali.abplive.com/district/india-bangladesh-border-chairman-of-trinamool-run-bangaon-municipality-writes-letter-to-chief-minister-mamata-banerjee-1114971" target="_self">India-Bangladesh Border: ‘BSF-এর পাহারাদারির প্রয়োজনীয় পরিকাঠামো নেই’ মুখ্যমন্ত্রীকে চিঠি বনগাঁ পুরসভার চেয়ারম্যানের</a></strong></p>



Source link