<p> </p>
<p>Kolkata News: হাইকোর্টের ডেডলাইন শেষ হওয়ার আগেই রেজিস্ট্রারের পদত্যাগ । হাইকোর্টের পরামর্শ, মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রারের ইস্তফা — অবসরের পাঁচ বছর পরেও পদে! স্বেচ্ছায় ইস্তফার পরামর্শ আদালতের । ‘হাইকোর্টের নির্দেশ মেনেই সভাপতির কাছে পদত্যাগপত্র’ । মেডিক্যাল কাউন্সিল থেকে ইস্তফার পর প্রতিক্রিয়া মানস চক্রবর্তীর । আজ বিকেল ৫টার মধ্য়ে ইস্তফার পরামর্শ দিয়েছিলেন প্রধান বিচারপতি । ইস্তফা না করলে, পদ থেকে সরানোর নির্দেশিকা জারি করতে বলেছিল হাইকোর্ট। </p>
<p> </p>
<p> </p>
<p><strong>মহাকুম্ভে মর্মান্তিক দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে মৃত কমপক্ষে ৩০; স্পষ্ট করল যোগী সরকার</strong></p>
<p> </p>
<p> </p>
<p>মহাকুম্ভে মর্মান্তিক দুর্ঘটনা। মৌনি অমাবস্যা উপলক্ষে স্নান শুরুর আগে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত ৩০ জনের। প্রশাসন সূত্রে খবর, মৃতদের মধ্যে ২৫ জনকে চিহ্নিত করা গেলেও ৫ জনকে করা যায়নি। </p>
<p>মৌনি অমাবস্যায় মহাকুম্ভে মমান্তিক দুর্ঘটনা। স্নানের জন্য হুড়োহুড়িতে ব্যারিকেড ভেঙে পদপিষ্ট হলেন বহু মানুষ। মৃত্যু হয়েছে অন্তত ৩০ জনের। গুরুতর আহত হয়েছেন শতাধিক পুণ্যার্থী। গ্রিন করিডর করে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রিয়জনের খবর জানতে হাসপাতালের সামনে উদ্বিগ্ন পরিজনেরা ভিড় করেছেন। মর্গের সামনেও জড়ো হয়েছেন অনেকে। </p>
Source link
গতকাল হাইকোর্টের নির্দেশের পর পদত্যাগ মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রারের
