আর্থিক অনিয়ম নিয়ে প্রশ্ন তুলে রাজ্য মেডিকেল কাউন্সিলে গৃহযুদ্ধ ! স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে চিঠি.
কলকাতা: আর্থিক অনিয়ম নিয়ে রাজ্য মেডিকেল কাউন্সিলে গৃহযুদ্ধ। কাউন্সিলের কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলে স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে চিঠি মেডিকেল কাউন্সিলেরই সদস্য কৌশিক বিশ্বাসের। ‘রাজ্য সরকারের অনুমোদন ছাড়া, শুধুমাত্র কাউন্সিলের নিজস্ব সিদ্ধান্তে বিলি হয়েছে লক্ষ লক্ষ টাকা। গত এক বছর ধরে প্রতিমাসে পঞ্চাশ হাজার টাকা মাসোহারা দেওয়া হয়েছে ৩ কাউন্সিল সদস্যকে’বৈঠকে নিজেদের মাসোহারার এই প্রস্তাব আনেন সভাপতি সুদীপ্ত রায় ও সহ-সভাপতি সুশান্ত রায়। মাসোহারা কারা পাবেন এবং যোগ্যতামান কি হবে, তাও ঠিক করেন সুদীপ্ত রায় নিজেই। নিজেদের মাসোহারার প্রস্তাব, কাউন্সিল সদস্যরা নিজেরাই পাস করান। এছাড়া মেডিক্যাল কাউন্সিলে PE কমিটির বৈঠকে হাজির হলেই প্রতিবার প্রতি সদস্য এক হাজার টাকা করে ভাতা পান।এমনকি বোর্ড মিটিংয়ে হাজির থাকলে প্রতি কাউন্সিল সদস্যকে প্রতিবার ২০০০ টাকা করেও দেওয়া হয়। টাকা দেওয়ার বিষয়ে রাজ্য সরকারের থেকে অনুমতি নেননি রেজিস্ট্রার মানস চক্রবর্তী। কাউন্সিলকে নিজেদের সদস্যদের মাসোহারা ও ভাতা দেওয়ার অনুমোদন কি রাজ্য সরকার দিয়েছে?’ রেজিস্ট্রার বলছেন তিনি অনুমতি নেননি স্বাস্থ্য ভবনের, বিষয়টি খতিয়ে দেখা হোক, চন্দ্রিমা ভট্টাচাৰ্য কে ইমেল কৌশিক বিশ্বাসের।
আরও পড়ুন, প্রথমটা লক্ষ্যভ্রষ্ট, নৈহাটিতে প্রকাশ্য রাস্তায় তাড়া করে ৪ রাউন্ড গুলি, নাগালে আসতেই TMC কর্মীকে থেঁতলে খুন !
আরও দেখুন