বৃষ্টিতে বাড়ি ফিরছিলেন কৃষক, আচমকাই বজ্রপাত, আলগা হল হাত, খোলা দড়ি নিয়েই দাঁড়িয়ে গবাদি পশু

Estimated read time 1 min read
Listen to this article


তুহিন অধিকারী, বাঁকুড়া: বিষ্ণুপুরে পৃথক দুটি বজ্রপাতের ঘটনায় মৃত্যু দুজনের। এলাকায় নেমেছে শোকের ছায়া। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানার ভালুকা গ্রামের স্বপন মান্ডি (৫৯) ও হেতাগোড়া গ্রামের বৃদ্ধ বাবলু সর্দার (৭১) পৃথক বজ্রপাতের ঘটনায় মৃত্যু হয়েছে।

Bankura News: বৃষ্টিতে বাড়ি ফিরছিলেন কৃষক, আচমকাই বজ্রপাত, আলগা হল হাত, খোলা দড়ি নিয়েই দাঁড়িয়ে গবাদি পশু

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভালুকা গ্রামের বাসিন্দা স্বপন মান্ডি শুক্রবার সন্ধ্যের আগে জমিতে কাজ সেরে বাড়ি আসেন। তখনই এলাকায় শুরু হয় ঝিরিঝিরি বৃষ্টিপাত সাথে বজ্রপাত কৃষ্ণচন্দ্র মান্ডির একটি গবাদি পশু বাড়ির পাশেই একটি খেলার মাঠে ছিল। সেই গরুটি বাড়িতে আনতে গিয়ে হঠাৎ করেই বিকট শব্দে একটি বজ্রপাতের আঘাতে মাঠেই লুটিয়ে পড়েন স্বপন মান্ডি। দীর্ঘ সময় মাঠে পড়ে থাকার পর তাকে নিয়ে আসা হয় বিষ্ণুপুর জেলা হাসপাতালে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

অন্যদিকে একই সময়ে বাঁকাদহের হেতাগোড়া এলাকার বাসিন্দা বাবলু সর্দার বাড়ির কাছেই সবজি জমিতে গিয়েছিল। তখনই এলাকায় শুরু হয় মুষলধারে বৃষ্টিসহ বজ্রপাত। সেখানেও একটি বিকট শব্দে মাটিতে লুটিয়ে পড়েন বাবলু সর্দার। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা তাকে নিয়ে আসে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। দুটি ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গত জুলাই মাসেই মর্মান্তিক ঘটনার মুখোমুখী হয়েছিল এই জেলা। তারপর মাস ঘুরতে না ঘুরতেই ফের বাজ পড়ে বাঁকুড়ায় প্রাণ হারালেন দুই জন। এদিক আবহাওয়া দফতর বারবার সতর্কবার্তা দিয়ে জানিয়েছিল, খারাপ আবহাওয়া বা বজ্রপাতের সময় খোলা মাঠে না থাকতে, নিরাপদ আশ্রয়ে যেতে। তবে কি পেটের জ্বালাই বাধ সাধল বাংলার এই কৃষকদের ? ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়।

আরও পড়ুন, CBI-র তলবে সাড়া, আজও CGO কমপ্লেক্সে RG করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ

এদিকে আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির দাপট চলবে। সপ্তাহান্তে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। জানাল আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর সূত্রে খবর,  নিম্নচাপের জেরে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও দুই মেদিনীপুরে। উপকূলবর্তী এলাকার জন্য বাড়তি সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে। উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। শনি ও রবিবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

 

আরও দেখুন



Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours