উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: নিট (NEET) পরীক্ষা রাজ্যের হাতে ফেরানোর প্রস্তাব পাশ হল বিধানসভায় (West Bengal Assembly)। বুধবার নিট নিয়ে প্রস্তাবের ওপর আলোচনা হয়, সেখানে বলতে গিয়ে দুর্নীতি ইস্যুতে জোর নিশানা করেন আজ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, কেন্দ্রীয় স্তরে নিট পরীক্ষা নিয়ে যে পরিমাণ অভিযোগ, অস্বচ্ছতা এবং দুর্নীতি-গোটা ভারতবর্ষে এনিয়ে আলোচিত হয়েছে, সেটা একটা ভয়াবহ ঘটনা। এইটাই বিধানসভায় মূল আলোচ্য বিষয় ছিল। এখানে যা আলোচনা হল তা হিমশৈল্যর চূড়া মাত্র। এর ঘনত্ব আরও আরও বেশি।’
নিট নিয়ে সরকারের তরফে আনা প্রস্তাব পাশ হল বিধানসভায়, কী বললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু?
আজ বুধবার শাসক বিরোধী তরফে ১০ জন অংশ নেন এই আলোচনায়। বিরোধী পক্ষের তরফে অশোক লাহিড়ী, শঙ্কর ঘোষ, নওশাদ সিদ্দিকী-সহ অনেকে আলোচনায় অংশ নেন। শাসক দলের তরফে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু-সহ অন্যান্যরা অংশ নেন। শিক্ষামন্ত্রী বলতে গিয়ে বলেন, ‘২০১০ সালে ইউপিএ-দুই সরকারের সময়, এই সিদ্ধান্তের সময়ও মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন। গুজরাতের সেই সময়ের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিও বিরোধীতা করেছিলেন। শিক্ষামন্ত্রী আরও বলেন, পরীক্ষাকে এজেন্সির হাতে তুলে দিতে বারণ করেছিল অনেকেই। কিন্তু চোরে না শোনে ধর্মের কাহিনী। ২৪ লক্ষ পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানান মন্ত্রী।
এখানে যা আলোচনা হল তা হিমশৈল্যর চূড়া মাত্র, এর ঘনত্ব আরও আরও বেশি : শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু
সামগ্রিক বিষয়টিকে গ্রেস সমস্যা ও প্রশ্নপত্র ফাঁস দুটি ভাগে ভাগ করে বিস্তারিত আলোচনা করেন। এবং বলেন, ‘যা বলা হল তা হিমশৈল্যের চূড়া মাত্র। এর ঘনত্ব আরও আরও বেশি। নিটের চেয়ারম্যানের স্নপদে থাকাকে সন্দেহজনক বলার পাশাপাশি ব্রাত্য বসু বলেন, ‘এবিষয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী-সহ অনেকে মুখ খুললেও প্রধানমন্ত্রী কোনও মন্তব্য করেননি। তাঁর দাবি, কেন্দ্র যখন সুষ্ঠু ভাবে পরীক্ষার ব্যবস্থা করতে পারছেন না।তখন এই ব্যবস্থা কেন রাজ্যের হাতে ফেরানো হবে না। প্রস্তাবের ওপর জবাবি ভাষণ দেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এরপর পাশ হয়ে নিট সংক্রান্ত প্রস্তাবটি।
আরও পড়ুন, ৪০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, মৎসজীবীদের সমুদ্রে নামতে নিষেধ, আগামীকাল কেমন আবহাওয়া দক্ষিণবঙ্গে ?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন