# Tags
#Blog

কোন পথে এগোচ্ছে তদন্ত? মুখ্যসচিব ও CBI অধিকর্তাকে রিমাইন্ডার মেল চিকিৎসকদের

কোন পথে এগোচ্ছে তদন্ত? মুখ্যসচিব ও CBI অধিকর্তাকে রিমাইন্ডার মেল চিকিৎসকদের
Listen to this article



<p><strong>কলকাতা:</strong> বছরের শেষ দিন মুখ্যসচিব ও CBI অধিকর্তাকে রিমাইন্ডার মেল পাঠাল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। যেখানে একগুচ্ছ প্রশ্ন ছুড়ে দিয়েছে তাঁরা। তদন্তের গতিপ্রকৃতি সম্পর্কেও জানতে চেয়েছেন তাঁরা।</p>
<p><strong>রিমাইন্ডার মেল চিকিৎসকদের: </strong>আজ, ৩১ ডিসেম্বর পর্যন্ত জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সকে অবস্থানের অনুমতি দিয়েছে আদালত। এদিন রিমাইন্ডার মেলে চিকিৎসক সংগঠনের তরফে জানতে চাওয়া হয়েছে, সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরুর জন্য কেন ছাড়পত্র দিচ্ছে না রাজ্য সরকার? আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় CBI তদন্তই বা কোন পথে এগোচ্ছে? তা নিয়ে অন্ধকারে রয়েছেন বলে চিকিৎসকদের দাবি। সাপ্লিমেন্টারি চার্জশিট কেন পেশ করা গেল না এবং আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলার তদন্তে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও চিকিৎসক-TMCP নেতা আশিস পাণ্ডের বিরুদ্ধে তদন্তের কী অগ্রগতি, তা মেল করে জানতে চেয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স।</p>
<p>গত শুক্রবার শুনানিতে জয়েন্ট প্ল্য়াটফর্ম অফ ডক্টর্সকে ৩১ ডিসেম্বর অর্থাৎ আজ পর্যন্ত অবস্থান চালিয়ে যাওয়ার অনুমতি দেয় আদালত। নির্দেশ দেওয়া হয় সকাল ১০টা থেকে রাত ৯টা অবধি অবস্থান করতে পারবেন চিকিৎসকরা। শুক্রবার এই মামলার শুনানিতে চিকিৎসকদের তীব্র আক্রমণ করেন রাজ্য় সরকারের আইজীবী। এমনকী, আন্দোলনকারী জুনিয়র ডাক্তার কিঞ্জল নন্দর নাম না করে তিনি বলেন, "আন্দোলনকারী চিকিৎসক বিজ্ঞাপনের মডেল হয়ে যাচ্ছেন, সিনেমা বেরোচ্ছে। নিজেদের প্রচার করা ছাড়া আর কোনও উদ্দেশ নেই।”<strong><u><br /><br /></u></strong>অবস্থান-আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার আবেদন করে <a title="কলকাতা হাইকোর্ট" href="https://bengali.abplive.com/topic/calcutta-high-court" data-type="interlinkingkeywords">কলকাতা হাইকোর্ট</a>ের দ্বারস্থ হয়েছিল চিকিৎসকদের সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। বৃহস্পতিবার তাদের আইনজীবী আদালতে বলেন, আমরা এই অবস্থান বিক্ষোভ চালিয়ে নিয়ে যেতে চাই। পুলিশ অনুমতি দেয়নি। তাই, আমরা আদালতের দ্বারস্থ হয়েছি। আমাদের অনুমতি দেওয়া হোক। এর পাল্টা, রাজ্য সরকারের আইনজীবী বলেন, আদালতের শর্ত কৌশলে অমান্য করছে চিকিৎসকদের সংগঠন। উস্কানিমূলক বক্তব্যের পরিবর্তে উস্কানিমূলক পোস্টার লেখা হয়েছে। গার্ড রেলের বাইরে গ্রাফিটি তৈরি করে, বিক্ষোভের এলাকা বাড়ানো হয়েছে। গাড়ি আটকানো হয়েছে। হরিনাম সংকীর্তন চলছে যে ২৪ ঘণ্টা চালিয়ে যেতে হবে? যারা গাড়ি আটকায়, গ্রাফিটি বানায় তাঁরা চিকিৎসক? চিকিৎসক সংগঠনের আইনজীবীরা এরপর শুক্রবার আদালতে বলেন,&nbsp;আমরা কাউকে কোনও অসুবিধা সৃষ্টি করছি বলে এখনও অভিযোগ আসেনি। আমার ধারণা এই অবস্থান-বিক্ষোভ সাত-দশ দিনের বেশি হবে না।</p>
<p><strong><u><em>আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও।&nbsp;<a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/" target="_blank" rel="nofollow noopener">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a></em></u></strong></p>
<p><strong>আরও পড়ুন: <a title="ISKCON Kolkata: চট্টগ্রামে জেলবন্দি সন্ন্যাসী, বাংলাদেশে অশান্তির আবহে বিশেষ প্রার্থনা সভার আয়োজন ইস্কনে" href="https://bengali.abplive.com/district/bangladesh-kolkata-iskcon-organizes-special-prayer-meeting-amid-unrest-situation-1113068" target="_self">ISKCON Kolkata: চট্টগ্রামে জেলবন্দি সন্ন্যাসী, বাংলাদেশে অশান্তির আবহে বিশেষ প্রার্থনা সভার আয়োজন ইস্কনে</a></strong></p>



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal