<p><strong>বাপন সাঁতরা, গোঘাট: </strong>দিকে দিকে বেহাল রাস্তা। অভিযোগ, বছরের পর বছর ধরে এই রাস্তা কোনও সংস্কার হয়নি। স্থানীয়দের অভিযোগ, রাস্তা সংস্কারের দাবি জানাতে গেলে উল্টে গ্রামবাসীদেরই টাকা দিতে বলেন প্রধান। সোমবার এই অভিযোগ উত্তেজনা ছড়াল হুগলির গোঘাটের বেঙ্গাইয়ে। </p>
<p>রাজ্যে পরিবর্তনের পর থেকেই রাস্তা মেরামত হয়নি বলে অভিযোগ। উল্টে রাস্তা মেরামত করতে হলে গ্রামের মানুষকেই দিতে হবে টাকা। পঞ্চায়েত প্রধানের এহেন মন্তব্যের অভিযোগ তুলে সোমবার উত্তেজনা ছড়িয়ে পড়ে হুগলির গোঘাটের বেঙ্গাইয়ে। সোমবার বেহাল রাস্তার প্রতিবাদে গ্রামের মহিলারা তালা ঝুলিয়ে দেয় হুগলির গোঘাটের বেঙ্গাই পঞ্চায়েতের গেটে। দেখানো হয় বিক্ষোভও। প্রায় একঘণ্টা পর পঞ্চায়েতের উপপ্রধান চারদিনের মধ্যে কাজ করার আশ্বাস ও হাতজোড় করে ক্ষমা চাওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।</p>
<p>জানা গেছে, গোঘাটের বেঙ্গাই গ্রামের প্রায় দু কিলোমিটার রাস্তা , তৈরি হয়েছিল বাম আমলে। কিন্তু সেই রাস্তা আর মেরামত হয়নি বলে অভিযোগ। যার জেরে মোরাম রাস্তা বর্তমানে মেঠো রাস্তা হয়ে দাঁড়িয়েছে। কোথাও কাদা মাখা রাস্তা পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে। আবার কোথাও রাস্তায় বড় বড় গর্তের মধ্যে জমা জল পেরিয়ে যেতে হচ্ছে গ্রামের মানুষকে। তার জেরে প্রায়শই ঘটছে দুর্ঘটনা। এবার তার জেরেই রাস্তার দাবিতে সোমবার স্থানীয় বেঙ্গাই পঞ্চায়েতে যান এলাকার বাসিন্দারা। অভিযোগ, রাস্তা মেরামতের দাবি জানাতেই পঞ্চায়েতের প্রধান উল্টে রাস্তা মেরামতের জন্য গ্রামের মানুষকে টাকা দেওয়ার কথা বলেন। গ্রামের মানুষ টাকা দিলে সেই টাকায় রাস্তা করে দেবেন প্রধান। তার পরেই ক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয়রা।</p>
<p>প্রথমে পঞ্চায়েতের ভিতরেই বিক্ষোভে ফেটে পড়ে। তার পরে পঞ্চায়েতের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায়। যদিও প্রায় একঘণ্টা আটকে থাকার পর উপপ্রধান হাতজোড় করে ক্ষমা চাওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। খোলা হয় গেটের তালা। প্রতিশ্রুতি দেওয়া হয় চারদিনের মধ্যে রাস্তার কাজ শুরুর। যদিও ঘটনায় রাস্তা খারাপের কথা স্বীকার করলেও টাকা চাওয়ার কথা অস্বীকার করেছেন পঞ্চায়েতের প্রধান। তবে ঘটনাকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। </p>
Source link
রাস্তা মেরামত করতে গ্রামবাসীদের দিতে হবে টাকা! প্রধানের মন্তব্যে উত্তেজনা গোঘাটে
