প্রসূতি ও শিশু মৃত্যুর হার কমাতে তৎপরতা, নতুন নিয়ম চালু স্বাস্থ্য দফতরের
কলকাতা: প্রসূতি ও শিশু মৃত্যুর হার কমাতে সতর্ক রাজ্যের স্বাস্থ্য দফতর (West Bengal Health Department)। রাজ্যের বিভিন্ন হাসপাতালে প্রসূতিদের অ্যাসপিরিন দেওয়ার ক্ষেত্রে নতুন প্রোটোকল চালু করা হয়েছে।
কী নির্দেশ স্বাস্থ্য দফতরের?
যাঁদের অবস্থা সঙ্কটজনক, পরিস্থিতি বুঝে মেডিক্যাল অফিসারের পরামর্শ মেনে,তাঁদের কম ডোজের ওষুধ দিতে হবে। পাশাপাশি, এও জানানো হয়েছে, কোনও নার্সিং স্টাফ মেডিক্যাল অফিসারের অনুমতি ছাড়া কম ডোজের অ্যাসপিরিন দিতে পারবেন না। সূত্রের খবর, স্বাস্থ্য দফতরের পর্যবেক্ষণে জানা গেছে রাজ্যের একাধিক হাসপাতালে প্রসূতি মৃত্যুর পিছনে রয়েছে অ্যাসপিরিনের ওভার ডোজ। যার ফলে তৈরি হচ্ছে গর্ভধারণকালীন জটিলতা (প্রি-এক্লাম্পসিয়া)।ভ্রূণের বৃদ্ধিও বাধাপ্রাপ্ত হচ্ছে। যার ফলে মা ও শিশুর জীবন সংশয়ের আশঙ্কা থাকছে। আজ থেকেই অ্যাসপিরিন ব্যবহারের নতুন নির্দেশিকা চালু করা হয়েছে।
গত মাসেই মেদিনীপুরে মেডিক্যাল কলেজে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্য়ালের তৈরি, নিষিদ্ধ রিঙ্গার ল্যাকটেট স্যালাইন ব্য়বহারে মৃত্যু হয় এক প্রসূতি। আশঙ্কাজনক অবস্থা হয় আরও তিন প্রসূতির। অসুস্থদের মধ্যে এক প্রসূতির সন্তানের মৃত্যু পর্যন্ত ঘটে। এই ঘটনা সামনে আসার পর দেখা যায় নিষিদ্ধ হওয়া সত্ত্বেও রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে ওই স্যালাইন রয়েছে। সংশ্লিষ্ট ঘটনায় সাসপেন্ড করা হয় ১৩ জন চিকিৎসককে। যার জল গড়িয়েছে আদালত পর্যন্তও। আর এবার প্রসূতি ও শিশুদের স্বার্থে নয়া নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর।
আরও পড়ুন: RG Kar News: নজরে আর জি কর মেডিক্য়ালের দুর্নীতি মামলা, বৃহস্পতিবার হবে চার্জগঠন
আরও দেখুন