NOW READING:
Private School Fee: বেসরকারি স্কুলে লাগামছাড়া ফি বৃদ্ধি! সমস্যা সমাধানে এবার পদক্ষেপ রাজ্যের…
March 11, 2025

Private School Fee: বেসরকারি স্কুলে লাগামছাড়া ফি বৃদ্ধি! সমস্যা সমাধানে এবার পদক্ষেপ রাজ্যের…

Private School Fee: বেসরকারি স্কুলে লাগামছাড়া ফি বৃদ্ধি! সমস্যা সমাধানে এবার পদক্ষেপ রাজ্যের…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাজ্যে বিভিন্ন বেসরকারি স্কুলের লাগামছাড়া ফি বৃদ্ধি! সমস্যা সমাধানে এবার বিধানসভায় বিল আনতে চলেছে রাজ্য সরকার। কবে? শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, ‘মুখ্যমন্ত্রী অনুমোদনে আছে। আশা করি, আমরা খুব তাড়াতাড়ি বিধানসভায় বিল পেশ করতে পারব’।

আরও পড়ুন:   Bankura: হেডমাস্টার ‘বেহেড মাতাল’, স্কুলছুটের বন্যা, আসরে নামলেন অভিভাবকরা

বিধানসভায় এখন বাজেট অধিবেশন চলছে। আজ, মঙ্গলবার প্রশ্নোত্তর পর্ব শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা স্কুলের ক্ষেত্রেও চাই, বেসরকারি স্কুলের ক্ষেত্রে যে, এই যে বেতনবৃদ্ধি, অনেক অভিযোগ ওঠে, এটা যেন সংস্কার হয়। প্রচুর মধ্যবিত্ত অভিভাবক, হঠাত্‍ করে বেতন বৃদ্ধি হলে, তিনি তো মাসের শুরুতে একটা পরিকল্পনা করে থাকেন, যে ছেলেমেয়ের ভর্তির জন্য তার এই খরচা আছে। হঠাত্‍ করে নোটিশ দিয়ে বেতন বাড়িয়ে দেওয়া, নানারকম পরিকাঠোমাগত ফি,  বেসরকারি স্কুলের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি’।  জানান, ‘মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা ও নির্দেশক্রমে এই বিষয়ে বিল আনতে চাই। মুখ্যমন্ত্রী অনুমোদনে আছে আশা করি, আমরা খুব তাড়াতাড়ি  বিধানসভা পেশ করতে পারব’।

আরও পড়ুন:   AC Local: গরমে ঘেমে ভিড় ট্রেনে দাঁড়িয়ে থাকার দিন শেষ! তৈরি রেক, শিয়ালদহে কবে থেকে চালু হচ্ছে এসি লোকাল?

এর আগে, করোনা আবহে দীর্ঘদিন বন্ধ ছিল স্কুল। পঠনপাঠন চলছিল ভার্চুয়ালি। তখন স্রেফ বেসরকারি স্কুলের সামনে বিক্ষোভই নয়, ফি নিয়ে হাইকোর্টের মামলা করেছিলেন অভিভাবকরা। তাঁদের অভিযোগ ছিল, স্কুল বন্ধ থাকলেও বেতনে কোনও কাটছাঁট করেনি কর্তৃপক্ষ। ২০১৯-২০ শিক্ষাবর্ষে রাজ্যের সমস্ত বেসরকারি স্কুলকে ফি ২০ শতাংশ কমানোর নির্দেশ দেয় হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন। এমনকী,   বাসভাড়া, কম্পিউটার, ল্যাব ইত্যাদি নন-অ্যাকাডেমিক ফিও মকুব করে দেওয়া হয়। 

এদিকে পরিস্থিতি স্বাভাবিক হতেই ২০ শতাংশ ফি মকুবের নির্দেশ প্রত্যাহারের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয় বেসরকারি স্কুলগুলি। সেই আর্জি মঞ্জুর করল বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। কবে? ২০২২ সালের ফেব্রুয়ারিতে।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link