NOW READING:
অসুস্থ রাজ্যপাল, কমান্ড হাসপাতালে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
April 21, 2025

অসুস্থ রাজ্যপাল, কমান্ড হাসপাতালে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী

অসুস্থ রাজ্যপাল, কমান্ড হাসপাতালে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
Listen to this article


ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা : অসুস্থ রাজ্যপাল। তাঁকে কমান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিভি আনন্দ বোসের হার্টে ব্লকেজ পাওয়া গেছে। খবর পেয়ে হাসপাতালে গিয়ে রাজ্যপালকে দেখে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কমান্ড হাসপাতাল থেকে অ্যাপোলোতে নিয়ে যাওয়া হতে পারে রাজ্যপালকে, এমনই খবর সূত্রের।

রাজ্যপালের শারীরিক অবস্থা নিয়ে কী বলছেন চিকিৎসকরা ?

বুকে ব্যথা শুরু হলে কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয় রাজ্যপালকে। সেখানে বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হয়। হাসপাতাল সূত্রের খবর, রাজ্যপালের হৃদযন্ত্রে ব্লকেজ পাওয়া গেছে। তারই চিকিৎসা চলছে। সেখানে তিনি ভর্তি রয়েছেন।

এদিকে ডুমুরজোলা স্টেডিয়ামে হেলিকপ্টারে ওঠার আগে, কিছুক্ষণ আগেই রাজ্যপালকে দেখে আসেন মুখ্যমন্ত্রী। চিকিৎসকদের কাছ থেকে তাঁর শারীরিক পরিস্থিতির খোঁজ নেন। খবর অনুযায়ী, রাজ্যপালের ব্লকেজের আরও চিকিৎসা প্রয়োজন। সেই  কারণে তাঁকে কমান্ড হাসপাতাল থেকে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তরিত করা হতে পারে। এখনও পর্যন্ত খবর, দ্রুত তাঁর ব্লকেজের চিকিৎসা শুরু করা হবে। সেই অনুযায়ী ব্যবস্থা করা হচ্ছে। আপাতত তাঁকে কমান্ড হাসপাতালেই পর্যবেক্ষণে রাখা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই তাঁকে অ্যাপোলোয় নিয়ে যাওয়া হতে পারে।

এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্যপালকে দেখতে গিয়েছিলাম। উনি হঠাৎ করে ভর্তি হয়েছেন। শরীরটা খারাপ। যা হোক, দেখে এলাম। কাল প্রোগ্রাম করে ফিরে আসব।” 

আরও দেখুন



Source link