NOW READING:
পুলিশের বিরুদ্ধে নালিশ জানাতে এবার পর্ষদ গড়ল রাজ্য
July 25, 2024

পুলিশের বিরুদ্ধে নালিশ জানাতে এবার পর্ষদ গড়ল রাজ্য

পুলিশের বিরুদ্ধে নালিশ জানাতে এবার পর্ষদ গড়ল রাজ্য
Listen to this article



<p>পুলিশের বিরুদ্ধে নালিশ জানাতে এবার পর্ষদ গড়ল রাজ্য। অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে ৪ সদস্যের পর্ষদ। কমিটিতে স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজি, কলকাতার সিপি । ‘পুলিশ হেফাজতে মৃত্যু থেকে ধর্ষণের মতো অভিযোগ। পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগের তদন্ত করতে পারবে পর্ষদ। তদন্তের পর সরকারকে প্রয়োজনীয় সুপারিশও করতে পারবে এই পর্ষদ’। ৪ সদস্যের পর্ষদ গঠনের বিজ্ঞপ্তি দিয়ে জানাল রাজ্য সরকার।&nbsp;</p>
<p>অফিস টাইমে চলন্ত বাসে আগুন-আতঙ্ক। সকাল সাড়ে ৮টা নাগাদ মহাজাতি সদনের সামনে বিরাটি-বিবাদী বাগ রুটের মিনিবাস থেকে গলগল করে ধোঁয়া বেরোতে শুরু করেন। বিবাদী বাগ থেকে বিরাটির দিকে যাওয়ার পথে, বাসের ইঞ্জিনে আগুন লেগে যায়। এলাকায় আতঙ্ক ছড়ায়। দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।&nbsp; &nbsp;</p>



Source link