NOW READING:
পুণের জিবি সিনড্রোমের আতঙ্ক বাংলাতেও। একদিনে এক কিশোর-সহ ২জনের মৃত্যু।
January 30, 2025

পুণের জিবি সিনড্রোমের আতঙ্ক বাংলাতেও। একদিনে এক কিশোর-সহ ২জনের মৃত্যু।

পুণের জিবি সিনড্রোমের আতঙ্ক বাংলাতেও। একদিনে এক কিশোর-সহ ২জনের মৃত্যু।
Listen to this article



<p>ABP Ananda Live: গিয়ান ব্য়ারে সিনড্রোমে আক্রান্ত হয়ে NRS হাসপাতালে চিকিৎসাধীন কিশোরের পর আর এক কিশোরের মৃ্ত্যু মৃত্যু হল BC রায় হাসপাতালে। ধনেখালির মৃত ব্যক্তিও জিবি সিনড্রোমে আক্রান্ত ছিলেন বলে অনুমান চিকিৎসকদের। &nbsp;শিলিগুড়িতেও বিরল এই স্নায়ুর রোগ হানা দিয়েছে বলে সন্দেহ।</p>
<p>&nbsp;</p>
<p><strong>ক্লাসরুমের মধ্যেই বিয়ের আসরের পিছনে কী গল্প ? জানালেন খোদ বিভাগীয় প্রধান।</strong></p>
<p>বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমের মধ্যেই বিয়ের আসর। বিভাগীয় প্রধানকে সিঁদুর পড়ালেন প্রথম বর্ষের ছাত্র। ছবি ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে। বিতর্কের মুখে সেই পাত্রী প্রধানকে ছুটিতে পাঠিয়েছে কর্তৃপক্ষ। প্রোজেক্টের অংশ হিসেবে বিয়ের আসর, এমনই দাবি করেছেন ওই অধ্যাপিকা। আর এবার এবিপি আনন্দে মুখ খুললেন অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায়। আইনি সাহায্য নিয়েছি, জানালেন অধ্যাপিকা।&nbsp;</p>
<p>আর এবার এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লায়েড সাইকোলজির অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায়। তিনি জানান ফ্রেশার্স অনুষ্ঠানের একটি অংশে বিয়ের বিষয়টি ছিল। তিনি বলেন, "কোনও ড্রামার একটা ক্লিপিং এভাবে ভাইরাল হতে পারে এটা আমার চিন্তার বাইরে। টিচার্স ডে, ফ্রেশার্স ডে এসব অনুষ্ঠানে তো নাচ, গান, নাটক হয়। কিন্তু নাচ, গান বাজে নাটকের একটা নির্দিষ্ট অংশ ভাইরাল হয়েছে। এটা আমরা ফ্রেশার্স পার্টি প্ল্যান করেছিলাম। যেখানে নাচ, গান, ড্রামা সবই হচ্ছে। সেই হিসেবেই ড্রামাটা হয়েছিল, যেখানে ছাত্র এবং শিক্ষক অংশগ্রহণ করতে পারে। কিন্তু একটা পার্ট নিয়ে সেটা ভাইরাল করে দিল। এটা আমার জন্য আশ্চর্যজনক বিষয়। আমার চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। আমি আইনি পথে হাঁটছি এবং অভিযোগও জানিয়েছি। আমি কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ যে তদন্ত কমিটি করেছে। যাঁরা তদন্ত করে সত্যিটা সামনে নিয়ে আসবে।”</p>



Source link