কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: স্ত্রীকে খুনের ঘটনায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড (West Bengal Crime News) ।
নিজের স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করার ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হল স্বামী । এছাড়াও সাজাপ্রাপ্তকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে । জরিমানার টাকা অনাদায়ে আরও পাঁচ মাস কারাবাসের নির্দেশ দিয়েছে আদালত । ঘটনার ৩ বছরের মাথায় খুনের ঘটনায় শাস্তি পেল অপরাধী ।
শুক্রবার বর্ধমানের (Burdwan) বিশেষ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক এই সাজা ঘোষণা করেন । সাজাপ্রাপ্তের নাম গদাই লোহার। ভাতার থানার বসতপুরে তার বাড়ি ।
আদালত সূত্রে জানা গিয়েছে, গদাইয়ের সঙ্গে গ্রামেরই রীনা লোহারের ঘটনার ১৩ বছর আগে বিয়ে হয়েছিল । তাঁদের দু’টি ছেলে–মেয়ে রয়েছে । বিয়ের কিছুদিন পর থেকেই শ্বশুরবাড়িতে রীনার উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হয় । হামেশাই রাতে মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে স্ত্রীকে মারধর করত গদাই । এরপর ২০২১ সালের ১ নভেম্বর রাত নেশাগ্রস্ত হয়ে বাড়ি ফিরে স্ত্রীকে মারধর করে গদাই । তারপর তাকে গলা টিপে খুন করা হয় বলে অভিযোগ । খবর পেয়ে বাপের বাড়ির লোকজন রীনার শ্বশুরবাড়িতে গিয়ে দেখেন, তাঁর মৃতদেহ বিছানায় পড়ে রয়েছে ।
আরও পড়ুন: সল্টলেক সেক্টর ফাইভে IT কর্মীর রহস্যমৃত্যু, বহুতলের নীচে রক্তাক্ত দেহ !
২ নভেম্বর মৃতার বাবা ভাতার থানায় অভিযোগ দায়ের করেন । তার ভিত্তিতে বধূ নির্যাতন ও খুনের ধারায় মামলা রুজু করে তদন্তে নামে ভাতার থানার পুলিশ । ৩ নভেম্বর গদাইকে গ্রেফতার করা হয় । তাকে হেফাজতেও নেয় পুলিশ । ২০২২ সালের ৪ নভেম্বর আদালতে চার্জশিট পেশ করেন তদন্তকারী অফিসার ।
ঘটনার তিন বছরের মাথায় খুনের ঘটনায় অভিযুক্তের যাবজ্জীবন সাজা ঘোষণা হয় ।
আরও পড়ুন: প্রেমের প্রস্তাবে না ছিল নাবালিকার, তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা, পরে হাইড্রেনে ছুড়ে ফেলার কী সাজা আদালতের
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন