আশাবুল হোসেন, কলকাতা: নীতি আয়োগের বৈঠকের (Niti Aayog Meeting) আগে লিখিত বক্তব্য চাওয়া হয়েছে বলে অভিযোগ জানিয়ে প্রতিবাদে সরব হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal Chief Minister Mamata Banerjee)।
আগামী ২৭ জুলাই নীতি আয়োগের বৈঠক হবে। তাতে যোগ দেওয়ার জন্য ২৫ তারিখ বিকেলে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে দিল্লির উদ্দেশে রওনা দেবেন। মঙ্গলবার বাজেটের পরেই নীতি আয়োগের বৈঠকে লিখিত বক্তব্য চাওয়ার অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: Union Budget 2024 : ‘ব্যর্থ বাজেট, শুভেন্দুর মন্তব্যের প্রতিফলন’ খোঁচা অভিষেকের, ‘অ্যান্টি পুওর’ বললেন মমতা
এই বিষয়ে নিজের ক্ষোভের কথা প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, নীতি আয়োগের বৈঠকের আগেই মুখ্যমন্ত্রীদের বলা হয়েছে যাঁর যাঁর রাজ্যের লিখিত বক্তব্য পেশ করতে। সেই মতো রাজ্যের তরফ থেকে লিখিত বক্তব্য পাঠানো হচ্ছে। যা যা পাওনা তা লিখিত আকারে দিয়েছি। আর বক্তব্য নিজের মতো করে বলব।
এপ্রসঙ্গে তিনি বলেন, “অনেক বক্তাই আগে থেকে তাঁর বক্তব্য লিখে রাখেন না। আমিও তাই করি। আমার বক্তব্য আমি বৈঠকেই বলতে চাই।”
সূত্রের খবর, যদি সুযোগ দেওয়া হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে রাজ্যের প্রতি কেন্দ্রের যে বঞ্চনা তা নিয়ে সরব হবেন। রাজ্যের যে পাওনা তা নিয়ে বৈঠকে তিনি সরব হবেন। এখনও পর্যন্ত রাজ্য সরকারের যা হিসেব তাতে বিভিন্ন প্রকল্প খাতে ১ লক্ষ ৭৫ কোটি টাকা পাওনা রয়েছে। কেন্দ্রকে বারবার আবেদন জানানো সত্ত্বেও সেসমস্ত টাকা দেওয়া হয়নি। সেই বিষয় নিয়ে সুযোগ পেলে বৈঠকে সরব হবেন মুখ্যমন্ত্রী। তার আগে ২৬ তারিখ তৃণমূলের সংসদীয় দলের বৈঠকে হাজির থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: Tripura Panchayat Elections 2024: বাংলার পুনরাবৃত্তি! ত্রিপুরায় পঞ্চায়েত ভোটের আগেই বেশিরভাগ আসনে জয়ী বিজেপি
দিল্লির সাংবাদিকদের সঙ্গেও তাঁর একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। এর ফাঁকে তাঁর সংসদ ভবনেও যাওয়ার কথা। সেখানে ইন্ডিয়া জোটের শরিকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর যদি দেখা হয় তাহলে আলাদা একটা বৈঠক করতে পারেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Durga Puja Carnival 2024: কলকাতায় পুজো কার্নিভাল কবে হবে? নেতাজি ইন্ডোর থেকে জানালেন মুখ্যমন্ত্রী
আরও দেখুন