রাজা চট্টোপাধ্যায়, আলিপুরদুয়ার: আজ রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। কোচবিহারের সিতাই, আলিপুরদুয়ারের মাদারিহাট, উত্তর ২৪ পরগনার নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, বাঁকুড়ার তালডাংরা, এই ৬ আসনের বিধায়ক গত লোকসভা নির্বাচনে জিতে সাংসদ হওয়ায় উপনির্বাচন হচ্ছে। মাদারিহাটে বুথের সংখ্যা ২২৬। ৬টি বিধানসভা কেন্দ্রে মোতায়েন থাকছে ১০৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আলিপুরদুয়ারের মাদারিহাটেও ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে।
আলিপুরদুয়ারের মুজনাই চা বাগানে বিক্ষোভের মুখে পড়লেন মাদারিহাটের বিজেপি প্রার্থী রাহুল লোহার। অন্য সময় দেখা যায় না, ভোটের সময় কেন এসেছেন, প্রশ্ন তোলেন বাগানের শ্রমিকরা। কোনওমতে গাড়িতে উঠে এলাকা ছাড়েন বিজেপি প্রার্থী। কিছুদূর যাওয়ার পর প্রার্থীর গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন চা শ্রমিকরা। গো ব্যাক স্লোগানও দেওয়া হয়।
এদিকে, ভোট শুরুর আগেই বিজেপি প্রার্থী রাহুল লোহার জানিয়েছিলেন, ‘চা বাগানের সকলের তৃণমূলের কাজ নিয়ে ক্ষিপ্ত। ভোটের আগে চা বাগান খুলে দিলেও ভোটের পর ফের তা বন্ধ করে দেওয়া হয়। চা বাগানের শ্রমিকরা ক্ষেপে আছে গোটা বিষয়টি নিয়ে।’
আরও পড়ুন, ভোটের জন্য বন্ধ বড়মা দর্শন! তৃণমূল প্রার্থী পুজো দিয়ে বেরতেই তুমুল বিক্ষোভ
মাদারিহাট বিধানসভার ৫টি বুথে তাঁদের এজেন্টদের বসতে দেওয়া হয়নি, এর মধ্যে বেশিরভাগ বুথই চা বাগান এলাকার, দাবি মাদারিহাটের বিজেপি প্রার্থী রাহুল লোহারের। নির্বাচন কমিশনে অভিযোগও জানিয়েছেন তিনি। পাশাপাশি মাদারিহাটের তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পোর বুথ ডিমডিমা চা বাগান প্রাথমিক বিদ্যালয়, সেখানে বিরোধীদলের এজেন্ট ছাড়াই মক পোল হয়েছে বলে অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী রাহুল লোহার। জানা নেই, খোঁজ নিয়ে দেখব, প্রতিক্রিয়া তৃণমূল প্রার্থীর।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও দেখুন