NOW READING:
‘৩৬৫ দিন মানুষের সাথে থাকি বলেই এই জয়’, বললেন নৈহাটির তৃণমূল প্রার্থী সনৎ দে
November 23, 2024

‘৩৬৫ দিন মানুষের সাথে থাকি বলেই এই জয়’, বললেন নৈহাটির তৃণমূল প্রার্থী সনৎ দে

‘৩৬৫ দিন মানুষের সাথে থাকি বলেই এই জয়’, বললেন নৈহাটির তৃণমূল প্রার্থী সনৎ দে
Listen to this article



<p>TMC News: উপনির্বাচনেও সবুজ ঝড়। সিতাই, মাদারিহাট থেকে নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর-তালডাংরা। ৬ কেন্দ্রেই বিপুল ভোটে তৃণমূলের জয়।&nbsp; লোকসভার পরে দ্বিতীয় ভোটযুদ্ধেও বিজেপির ভরাডুবি। জেতা মাদারিহাটও হাতছাড়া! হাড়োয়াতে দ্বিতীয় স্থানে উঠে এল আইএসএফ। উপনির্বাচনে ছয়ে ছয় তৃণমূল। জমিদার নই, আমরা পাহারাদার, বার্তা মমতার। প্ররোচনায় পা না দিয়ে বাংলাকে বদনাম করার গল্প খারিজ জনগণের, পোস্ট অভিষেকের। &nbsp;আরও একটা ভোটে বঙ্গ বিজেপি ধরাশায়ী। উপনির্বাচনে এমনই হয়, ছাব্বিশের হুঙ্কার দিয়ে সাফাই সুকান্তর। হাতে এক বছর, আন্দোলনমুখী সংগঠন চান শুভেন্দু।&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>বাংলার ৬ উপনির্বাচনে সবুজ ঝড়, ফের বিজেপির ভরাডুবি। মেদিনীপুর বিধানসভাও হাতছাড়া। &nbsp;মেদিনীপুরে ৩৩ হাজার ১৯০ ভোটে জয়ী তৃণমূল। উপনির্বাচনে জয়ী হলেন মেদিনীপুরের তৃণমূল প্রার্থী সুজয় হাজরা।&nbsp; কোচবিহারে সিতাই বিধানসভায় ১ লক্ষ ৩০ হাজার ১৫৬ ভোটে জিতল তৃণমূল। সেখানে প্রার্থী ছিলেন সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার স্ত্রী সঙ্গীতা রায়। বিপুল ভোটে জয়ী হাড়োয়ার তৃণমূল প্রার্থী শেখ রবিউল ইসলাম। হাড়োয়ায় ১ লক্ষ ৩১ হাজার ৩৮৮ ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস।</p>



Source link