<p>WB By Election: তৃণমূলের বিরুদ্ধে ইভিএমের বোতামে সেলোটেপ লাগানোর অভিযোগ। যদিও নির্বাচন কমিশনের তরফে এই অভিযোগকে খারিজ করে দেওয়া হয়েছে। এই ঘটনার পর আরও সতর্ক নির্বাচন কমিশন। </p>
<p> </p>
<p>সিতাইয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল তৃণমূল সাংসদ জগদীশ বর্মা বসুনিয়ার বিরুদ্ধে। পাল্টা কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলেছেন কোচবিহারের তৃণমূল সাংসদ। বিজেপির দাবি, প্রার্থী বা প্রার্থীর এজেন্ট না হওয়া সত্ত্বেও সিতাইয়ের বুথে বুথে যাচ্ছেন সাংসদ। ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন। নির্বাচন কমিশনে নালিশ জানানোর হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া। </p>
<p>মাদারিহাটে বুথে বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী, গাড়ি ভাঙচুর। বিজেপি প্রার্থীর গাড়ি আটকে বিক্ষোভ, গাড়ি ভাঙচুর। চা-বাগানের শ্রমিকদের বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী। সারা বছর কেন দেখা মেলে না? অভিযোগ চা-বাগানকর্মীদের।</p>
<p> </p>
<p> </p>
Source link
তৃণমূলের বিরুদ্ধে ইভিএমের বোতামে সেলোটেপ লাগানোর অভিযোগ

+ There are no comments
Add yours