NOW READING:
জেলে বসেই ভাটপাড়াকাণ্ডের প্ল্যান? তদন্তে নতুন তথ্য পুলিশের হাতে
November 14, 2024

জেলে বসেই ভাটপাড়াকাণ্ডের প্ল্যান? তদন্তে নতুন তথ্য পুলিশের হাতে

জেলে বসেই ভাটপাড়াকাণ্ডের প্ল্যান? তদন্তে নতুন তথ্য পুলিশের হাতে
Listen to this article


West benagl by poll: জেলে বসেই ভাটপাড়াকাণ্ডের প্ল্যান? তদন্তে নতুন তথ্য পুলিশের হাতে, খুনের বদলা নিতেই কি ভাটপাড়ায় শ্যুটআউট? তৃণমূলেরই গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ নিহতের পরিবারের। জগদ্দল থানা এলাকা থেকে একজন গ্রেফতার।

 

 

কলকাতা পুরসভায় দেখা মিলল সাপের। গতকালও পুরসভায় দেখা গিয়েছিল সাপ। সাপের খোঁজে মেয়রের ঘরে বন দফতরের কর্মীরা। পৌঁছেছেন চিড়িয়াখানার কর্মীরাও।

 

হাড়োয়ায় বুথের ১০০ মিটাররে মধ্যে শাসক দলের দেওয়াল লিখন।  সেই দেওয়াল লিখন মুছে দিল নির্বাচন কমিশন। বুথের কাছাকাছি দেওয়াল লিখন, প্রশাসনের নির্দেশে মোছা হল দেওয়াল লিখন।  আরও খবর, আজ ৬টি বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন। মোতায়েন থাকছে ১০৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া এই পাঁচটি জেলার ৬টি কেন্দ্রে উপ নির্বাচন হবে। এরমধ্য়ে কোচবিহারের সিতাই বিধানসভা কেন্দ্রে মোতায়েন থাকছে ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।



Source link