<p><strong>বাঁকুড়া:</strong> ১৩ নভেম্বর তালডাংরা বিধানসভায় উপনির্বাচন। ঠিক তার আগেই প্রচারে গিয়ে বিস্ফোরক বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা। নাম না করে অস্ত্র তুলে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বলাইবাহুল্য তার মন্তব্যের পর তৈরি হয়েছে বিতর্ক। মূলত তিনি তালডাংরা বিধানসভায় উপনির্বাচনের প্রচারে গিয়ে বলেন,’একবেলা খাবারের টাকা জমিয়ে একটা একটা করে যন্ত্র কিনে রাখতে হবে। চোখের ওপর চোখ রাখলে তার চোখ তুলে নিতে হবে।'</p>
<p>অপরদিকে, বাঁকুড়ার তালডাংরা বিধানসভা উপনির্বাচনের প্রচারে গিয়ে আক্রমণ করতে ছাড়েননি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। তিনি বলেন, ‘পুলিশ সরিয়ে দিলে ১৫ মিনিটও তৃণমূল দলটা থাকবে না। তাই ভোটের লড়াই তৃণমূলের সঙ্গে নয়, পুলিশের সঙ্গে। পুলিশকে বলছি, তৃণমূলের দালালি করতে হলে উর্দি ছেড়ে ঝান্ডা ধরুন। অশোক স্তম্ভের জায়গায় হাওয়াই চটির সিম্বল লাগিয়ে নিন।জনগণ ভাল সম্মান করবে। কম সে কম বলবে, যে তৃণমূল করছে। বুক ফাটিয়ে তৃণমূল করছে। বুক ফুলিয়ে তৃণমূল করছে। চুপ করে চুরি করে তৃণমূল কংগ্রেস করছে না। এই তৃণমূল কংগ্রেস পুলিশের জন্য টিকে আছে।'</p>
<p>আর জি কর-কাণ্ডে আজও উত্তাল রাজ্য। দিকে দিকে চলছে প্রতিবাদ। তার মধ্যেই ঘোষণা হল বিধানসভা উপনির্বাচন। তেরোই নভেম্বর ভোট হবে নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, বাঁকুড়ার তালড্যাংরা, আলিপুরদুয়ারের মাদারিহাট এবং কোচবিহারের সিতাই বিধানসভা কেন্দ্রে। এর মধ্যে পাঁচটা কেন্দ্রই ছিল তৃণমূলের দখলে। শুধুমাত্র মাদারিহাট কেন্দ্রে জয়ী হয়েছিল বিজেপি। তৃণমূলের কাছে লড়াই, জেতা আসন ধরে রাখার। আর বিরোধীদের লক্ষ্য়, তৃণমূলকে ধাক্কা দেওয়ার। কী হবে, তা জানা যাবে তেইশে নভেম্বর, ভোটের ফলপ্রকাশের দিন।</p>
<p>আরও পড়ুন, <a title="দুবরাজপুরে বাড়িতে একাই ছিলেন তরুণী, সেই ‘সুযোগ’ নিয়ে ভিতরে ঢুকে পড়ে প্রতিবেশী যুবক.." href="https://bengali.abplive.com/district/birbhum/birbhum-news-dubrajpur-incident-and-complaint-has-been-lodged-in-police-station-1104183" target="_self">দুবরাজপুরে বাড়িতে একাই ছিলেন তরুণী, সেই ‘সুযোগ’ নিয়ে ভিতরে ঢুকে পড়ে প্রতিবেশী যুবক..</a></p>
<p>লোকসভা নির্বাচনে জিতে ব্যারাকপুর কেন্দ্র থেকে সাংসদ হয়েছেন নৈহাটির তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক। হাড়োয়ার তৃণমূল বিধায়ক হাজি নুরুল ইসলাম লোকসভা ভোটে জয়ী হন বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে। যদিও গত মাসে প্রয়াত হন তিনি। অন্যদিকে, এবার মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এই কেন্দ্রেরই তৃণমূল বিধায়ক জুন মালিয়া। ভোটে জিতে এখন তিনি এই কেন্দ্রেরই সাংসদ। তালড্যাংরার তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে সংসদে গিয়েছেন। এদিকে, মাদারিহাটের বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা লোকসভা নির্বাচনে লড়াই করেছেন আলিপুরদুয়ার থেকে। এই কেন্দ্র থেকে তিনি এখন বিজেপির সাংসদ। সিতাইয়ের তৃণমূল বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া এবারের লোকসভা ভোটে জিতেছেন কোচবিহার কেন্দ্র থেকে। তাই এই কেন্দ্রগুলিতে বিধানসভা উপ নির্বাচন হবে।</p>
<p><strong><em>আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। <a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/" target="_blank" rel="nofollow noopener" data-saferedirecturl="https://www.google.com/url?q=https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/&source=gmail&ust=1731114520035000&usg=AOvVaw1it01z_xH7eLczn6JnkYSi">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a> </em></strong></p>
<div class="yj6qo"> </div>
<div class="adL"> </div>
Source link
দোড়গড়ায় উপনির্বাচন, তালডাংরায় প্রচারে গিয়ে হুঁশিয়ারি BJP বিধায়ক নীলাদ্রিশেখরের
Read Time:5 Minute, 40 Second