NOW READING:
‘ছাপ্পা ভোটে জেতানো বিধায়কদের শপথে থাকবে না BJP..’ ! সাফ জানালেন শুভেন্দু
November 25, 2024

‘ছাপ্পা ভোটে জেতানো বিধায়কদের শপথে থাকবে না BJP..’ ! সাফ জানালেন শুভেন্দু

‘ছাপ্পা ভোটে জেতানো বিধায়কদের শপথে থাকবে না BJP..’ ! সাফ জানালেন শুভেন্দু
Listen to this article


কলকাতা: সদ্য উপনির্বাচনের ফল প্রকাশ হয়েছে। গত সপ্তাহে হয়েছে সবুজ ঝড়। নির্বাচনে ছাপ্পা ভোট রুখতে প্রতিটি সরকারের আমলেই বিরোধীরা সরব হয়। মমতার সরকারের আমলেও তা বাদ যায়নি। কলকাতা পুরভোট হোক কিংবা পঞ্চায়েত ভোট-প্রতিটি ভোটেই কেন্দ্রীয় বাহিনীর দাবি জানানো হয়েছে। অতীতে পুরভোটে কেন্দ্রীয় বাহিনী কেন নয়, কেন রাজ্য পুলিশ-তা নিয়ে যথেষ্ট বিতর্ক ও ব্যাখ্যা দুইই হয়েছে। কিন্তু সাত কাণ্ডের পরেও ছাপ্পা থামেনি। আজও ওঠে ভুড়িভুড়ি অভিযোগ। প্রয়াতের নামে পড়েছে ভোট। ভোট বয়কট হওয়া কেন্দ্রেই পড়েছিল ৯৫ শতাংশ ভোট। যা নিয়ে মামলাও চলেছে। এদিকে এবার উপনির্বাচনে ৬ কেন্দ্রেই জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থীরা। বলাইবাহুল্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখে ফের ফিরল বিস্ফোরক মন্তব্য।  ‘ছাপ্পা ভোটে দিয়ে জেতানো বিধায়কদের শপথে থাকবে না বিজেপি’, উপনির্বাচনে সবুজ ঝড় নিয়ে কটাক্ষ বিরোধী দলনেতার !

এদিন শুভেন্দু অধিকারী বলেন, ‘ছাপ্পা মারা পুলিশ দিয়ে জেতানো MLA-দের শপথে বিজেপি থাকে না। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জানেন না, ২০২১ সালে ৫৪ হাজার ভোটে উপনির্বাচনে জিতেছিলেন। ওর কেন্দ্রে ৭ হাজার ভোটের মাত্র গ্যাপ আছে। বড় বড় কথা, উপনির্বাচন ! উপনির্বাচন কী হয় পশ্চিমবাংলায় মানুষ জানে।’

আরও পড়ুন, ‘RG কর সাজানো ঘটনা, মমতাই সঠিক ব্যক্তিত্ব..’ ! বাংলায় ৬ কেন্দ্রে জয়ের পর বিস্ফোরক TMC নেতা

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

বিস্তারিত আসছে..

 

আরও দেখুন



Source link