NOW READING:
‘আইনশৃঙ্খলা ঠিক থাকলে কীভাবে RG করের মতো ঘটনা?’ প্রশ্ন বিজেপির
February 10, 2025

‘আইনশৃঙ্খলা ঠিক থাকলে কীভাবে RG করের মতো ঘটনা?’ প্রশ্ন বিজেপির

‘আইনশৃঙ্খলা ঠিক থাকলে কীভাবে RG করের মতো ঘটনা?’  প্রশ্ন বিজেপির
Listen to this article


ABP Ananda Live: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ, একাধিক বিষয়ে আপত্তি বিজেপির । রাজ্যপালের ভাষণে শান্তিপূর্ণভাবে উৎসব পালনের উল্লেখ, বিরোধিতা বিজেপির । ‘দুর্গাপুজো-সহ উৎসবের সময় রাজ্যে শান্তিপূর্ণ আইনশৃঙ্খলা পরিস্থিতি’। বাজেট অধিবেশনের শুরুতে উৎসব পালন নিয়ে রাজ্যপালের ভাষণ। পুলিশ দিয়ে সরস্বতী পুজোর প্রসঙ্গ তুলে তীব্র আপত্তি বিজেপির । ‘মুখ্যমন্ত্রীর কলেজে কেন পুলিশ দিয়ে সরস্বতী পুজো?’ যোগেশচন্দ্র চৌধুরী কলেজের প্রসঙ্গ তুলে তীব্র আপত্তি বিরোধী দলনেতার । ‘আইনশৃঙ্খলা ঠিক থাকলে কীভাবে খুন-ধর্ষণের মতো ঘটনা?’ রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে পাল্টা প্রশ্ন বিজেপির । রাজ্যপালের ভাষণেও কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ, আপত্তি বিজেপির । ‘কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও ১০০ দিনের কাজ, আবাস প্রকল্পে এক নম্বরে বাংলা’। বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় বঞ্চনার উল্লেখ রাজ্যপালের বাজেট ভাষণে । জল স্বপ্ন প্রকল্পের কথা বলার সময় ফের বাধা শুভেন্দু অধিকারীর । এটা কেন্দ্রের জল জীবন মিশন, নাম বদলানোর অভিযোগ বিজেপির ।



Source link