# Tags
#Blog

‘চোর ধরা পড়ার পর যদি ৪ টাকা ফেরত’,৪ শতাংশ DA বৃদ্ধির প্রস্তাব নিয়ে যা বললেন আন্দোলনকারীরা

‘চোর ধরা পড়ার পর যদি ৪ টাকা ফেরত’,৪ শতাংশ DA বৃদ্ধির প্রস্তাব নিয়ে যা বললেন আন্দোলনকারীরা
Listen to this article


অনির্বাণ বিশ্বাস, কলকাতা : রাজ্য বাজেটে চার শতাংশ DA বাড়ানোর প্রস্তাব। চলতি বছরের ১ এপ্রিল থেকে নতুন হারে DA কার্যকর হবে। এতদিন ১৪ শতাংশ ডিএ পেতেন রাজ্য সরকারি কর্মীরা। এবার তা বেড়ে হচ্ছে ১৮ শতাংশ। যদিও রাজ্য সরকারি কর্মীদের একাংশের দাবি ছিল, কেন্দ্রীয় হারে DA দিতে হবে। তাদের সঙ্গে ফারাক নিয়ে তীব্র অসন্তোষ আছে রাজ্য সরকারের কর্মীদের অনেকেরই। এনিয়ে দুই বছর ১৭ দিন ধরে শহিদ মিনারে আন্দোলন চালিয়ে যাচ্ছেন একাংশ। এদিন বাজেটে ৪ শতাংশ বৃদ্ধি প্রস্তাবে পর কী বলছেন তাঁরা ? Dearness Allowance Hike

এ প্রসঙ্গে  শহিদ মিনারে DA আন্দোলনের মঞ্চ থেকে এক আন্দোলনকারী বলেন, “রাজ্য সরকার আমাদের প্রতি ১০০ টাকা পিছু ৩৯ টাকা চুরি করে আমাদের ৪ টাকা ফেরত দেবে। এতে আমরা কোনওভাবেই খুশি নই। আজ ভেবে দেখুন, আপনার কাছে আমি যদি ১০০ টাকার মধ্য়ে ৩৯ টাকা নিই, তারপর চোর ধরা পড়ার পর যদি ৪ টাকা ফেরত দিই, তাতে আমার স্বচ্ছতা বজায় থাকে না। আমাদের পুরো বকেয়া আরও যে ৩৫ শতাংশ আছে, সেটাও রাজ্য সরকারকে দিতে হবে। আমরা পুরো বকেয়া ডিএ না নিয়ে এই লড়াইয়ের ময়দান ছাড়ছি না। আগামী দিনে আমাদের এই আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হবে। “

তাঁর সংযোজন, “কেন্দ্র সরকারের কর্মীরা আমাদের থেকে অনেক বেশি ডিএ পাচ্ছেন। একই বাজারে কেন্দ্রীয় সরকারি কর্মীরাও বাজার করতে যাচ্ছেন, আবার আমরাও বাজার করতে যাচ্ছি। তাঁরা বেশি বেশি কিনে আনছেন। আর আমাদের ঝোলার অর্ধেকও ভরছে না। তাহলে আমরা খুশি হব কী করে। “

অপর এক আন্দোলনকারী সুর আরও চড়িয়ে বলেন, “ফারাক ৩৫ শতাংশ মানে বুঝতে পারছেন কতটা বঞ্চিত আমরা। পশ্চিমবঙ্গ থেকে যে রাজ্যগুলো পিছিয়ে আছে তারা কিন্তু আপ-টু ডেট দিয়ে দিতে পারছে। এই রাজ্য দিতে পারছে না। তার মানে সদিচ্ছার অভাব রয়েছে। আমরা জিজ্ঞাসা করতে চাই, আমাদের ডিএ-র টাকাগুলো কোথায় গেল ? এখানে এত দান-খয়রাতি হচ্ছে, কেন খেলা-মেলা হবে ? কেন ছেলে-মেয়েরা ন্যায্য চাকরি পাবেন না ? কেন রাজ্য সরকারি কর্মীদের তাঁদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হতে হবে ?” 

আরও পড়ুন ; ২০২৬-এর ভোটের আগে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের, ৪ শতাংশ DA বাড়ানোর প্রস্তাব বাজেটে

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal