# Tags
#Blog

হয় উন্নয়ন করুন না হলে আমাদের আলাদা করে থাকতে দিন: শিখা চট্টোপাধ্যায়।

হয় উন্নয়ন করুন না হলে আমাদের আলাদা করে থাকতে দিন: শিখা চট্টোপাধ্যায়।
Listen to this article



<p>ABP Ananda Live: ‘উত্তরবঙ্গের মানুষ দিনের পর দিন বঞ্চিত। উত্তরবঙ্গের মানুষের দাবি, হয় উন্নয়ন করুন না হলে আমাদের আলাদা করে থাকতে দিন’। বললেন বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়।</p>
<p>&nbsp;</p>
<p><strong><br />দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন রেখা, বনিয়া ভোটের সঙ্গে উপরি পাওনা ভাবমূর্তি, হিসেবি সিদ্ধান্ত BJP-র</strong></p>
<p>দিল্লির মহিলা মুখ্যমন্ত্রীকে বসানো হতে পারে বলে নির্বাচনের দিন থেকেই জল্পনা চলছিল বিজেপি-র অন্দরে। এযাবৎ মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে প্রবেশ বর্মা অনেকটাই এগিয়ে ছিলেন যদিও। কিন্তু বুধবার রেখার নামেই সিলমোহর দেন বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্ব। এদিন রেখার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ২০ রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিজেপি-র শীর্ষ নেতারা। এই নিয়ে দীর্ঘ ২৬ বছর পর রাজধৈনীতে সরকার গড়ল বিজেপি। (Delhi New CM)</p>
<p>দিল্লি বিধানসভার নেত্রী নিযুক্ত গয়েছেন রেখা। তাঁর উপ মুখ্য়ন্ত্রী হয়েছেন প্রবেশ রানা। রেখার মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন আশিস সুদ, পঙ্কজ সিংহ, কপিল মিশ্র, মনজিন্দর সিংহ সিরসা এবং রবীন্দ্র ইন্দ্রজ। ১০ বছর আগে দিল্লি বিধানসভা থেকে বিজেপি-র বিজেন্দ্র গুপ্তকে বের করে নিয়ে যেতে দেখা গিয়েছিল। সেই বিজেন্দ্র এবার দিল্লির বিধানসভার স্পিকার হচ্ছেন এবার।</p>



Source link

IND vs BAN | ICC Champions Trophy 2025: রোহিতরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলছেন, অথচ ফাঁকা স্টেডিয়াম! মোদীর প্রশ্নই সমর্থকদেরও

IND vs BAN | ICC Champions Trophy

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal