ABP Ananda Live: ভোটে ৪ জেলার পারফরম্যান্স নিয়ে ক্ষুব্ধ অভিষেক পূর্ব মেদিনীপুর থেকে মালদা, জলপাইগুড়ি থেকে দক্ষিণ দিনাজপুর, নেতাদের কড়া বার্তা অভিষেকের । পূর্ব মেদিনীপুরে অল্প ব্যবধানে, নিজেদের মধ্যে ঝগড়া করে হেরেছি’ । একটু পরিশ্রম করলে কাঁথিতে আমরা জিততে পারতাম’ । এবার যতই খারাপ হোক, ১২টি আসনে জিততেই হবে’ । ভোটের ২ দিন আগে আমাদের লোকেদের NIA, CBI পাঠিয়ে গ্রেফতার করা হচ্ছে’। আইপ্যাকের নাম করে টাকা তোলার অভিযোগ, মুখ খুললেন অভিষেক । ‘পদ পাইয়ে দেওয়ার কথা বলে আমার নাম করে টাকা তোলা হচ্ছে’ । ‘আমার বা আইপ্যাকের নাম করে কোথাও টাকা তোলা যাবে না’ । ‘কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে, সন্দেহ হলেই ভেরিফাই করবেন’ । ফোন নম্বর দিয়ে ভার্চুয়াল বৈঠকে নেতাদের বার্তা অভিষেকের: সূত্র । ‘কেউ আমার অফিস থেকে এসেছি বললে, জানানো হবে জেলা সভাপতিকে’ । ‘আগে থেকে জানিয়ে তারা যাবে, না হলে কথা বলবেন না’ । টাকা তোলার অভিযোগে কড়া নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের: সূত্র।
+ There are no comments
Add yours