NOW READING:
ভুয়ো ভোটার ইস্যুতে কড়া বার্তা অভিষেকের, কী বললেন তিনি?
March 16, 2025

ভুয়ো ভোটার ইস্যুতে কড়া বার্তা অভিষেকের, কী বললেন তিনি?

ভুয়ো ভোটার ইস্যুতে কড়া বার্তা অভিষেকের, কী বললেন তিনি?
Listen to this article


ABP Ananda Live: ভোটে ৪ জেলার পারফরম্যান্স নিয়ে ক্ষুব্ধ অভিষেক পূর্ব মেদিনীপুর থেকে মালদা, জলপাইগুড়ি থেকে দক্ষিণ দিনাজপুর, নেতাদের কড়া বার্তা অভিষেকের । পূর্ব মেদিনীপুরে অল্প ব্যবধানে, নিজেদের মধ্যে ঝগড়া করে হেরেছি’ । একটু পরিশ্রম করলে কাঁথিতে আমরা জিততে পারতাম’ । এবার যতই খারাপ হোক, ১২টি আসনে জিততেই হবে’ । ভোটের ২ দিন আগে আমাদের লোকেদের NIA, CBI পাঠিয়ে গ্রেফতার করা হচ্ছে’। আইপ্যাকের নাম করে টাকা তোলার অভিযোগ, মুখ খুললেন অভিষেক । ‘পদ পাইয়ে দেওয়ার কথা বলে আমার নাম করে টাকা তোলা হচ্ছে’ । ‘আমার বা আইপ্যাকের নাম করে কোথাও টাকা তোলা যাবে না’ । ‘কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে, সন্দেহ হলেই ভেরিফাই করবেন’ । ফোন নম্বর দিয়ে ভার্চুয়াল বৈঠকে নেতাদের বার্তা অভিষেকের: সূত্র । ‘কেউ আমার অফিস থেকে এসেছি বললে, জানানো হবে জেলা সভাপতিকে’ । ‘আগে থেকে জানিয়ে তারা যাবে, না হলে কথা বলবেন না’ । টাকা তোলার অভিযোগে কড়া নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের: সূত্র।



Source link