<p>ABP Ananda LIVE : ভূতুড়ে বিতর্কে তোলপাড়ের মধ্যেই এবার ভোটার ও আধার কার্ড সংযোগ নিয়ে বৈঠক। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে বৈঠকে ডাকলেন মুখ্য নির্বাচন কমিশনার। বৈঠকে থাকবেন UIDAI-এর সিইও। আগামী মঙ্গলবার বৈঠক করবেন মুখ্য নির্বাচন কমিশনার।</p>
<p> </p>
<p><strong>আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংগঠনিক বৈঠক, উপস্থিত থাকতে বলা হয়েছে বিধায়ক, সাংসদ, জেলা সভাপতিদের</strong></p>
<p> </p>
<div id="67d5062006124a4a8f645342" class="sub-blogs-wrap">
<div class="sub-blog-detail">
<p>আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংগঠনিক বৈঠক। অনলাইন বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে দলের বিধায়ক, সাংসদ এবং সমস্ত জেলা সভাপতিদের। <br />বিধানসভা ভোটের আগে ভূতুড়ে ভোটার নিয়ে সরব হয়েছে তৃণমূল। এ নিয়ে আজ বিশেষ বার্তা দিতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ইতিমধ্যেই বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা স্ক্রুটিনির কাজ শুরু হয়েছে। এখন দেখার এই কাজে আই প্যাককে যুক্ত করার কোনও নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায় দেন কি না এর আগে ভূতুড়ে ভোটার নিয়ে তৃণমূলের কোর কমিটির প্রথম বৈঠকে গরহাজির ছিলেন অভিষেক। </p>
</div>
</div>
<div id="67d4fce588a23527e53386e2" class="sub-blogs-wrap">
<div class="time-wrap">
<div class="time"> </div>
</div>
</div>
Source link
ভূতুড়ে বিতর্কে তোলপাড়ের মধ্যেই এবার ভোটার ও আধার কার্ড সংযোগ নিয়ে বৈঠক

+ There are no comments
Add yours