হাওড়া: কলকাতার পর এবার হাওড়াতেও অভিষেকের (Abhishek Banerjee Poster) নামে হোর্ডিং দেওয়া হল। হোর্ডিংয়ে অভিষেকের ছবি দিয়ে বার্তা দেওয়া হয়েছে, ‘আগামীর ভবিষ্যৎ পথ দেখাবে সেনাপতি’। অভিষেকের পাশে হোর্ডিংয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ছবি।
কলকাতার পর এবার হাওড়াতেও হোর্ডিং-রাজনীতি। মধ্য হাওড়া বিধানসভার বিভিন্ন এলাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে হোর্ডিং দেখা গেল। হোর্ডিংয়ে লেখা আছে, আগামীর ভবিষ্যৎ পথ দেখাবে সেনাপতি। প্রচারে মধ্য হাওড়া টিম অভিষেক। হোর্ডিংয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবির পাশাপাশি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও আছে। হোর্ডিংগুলি লাগানো হয়েছে হাওড়া ময়দানের ফাঁসিতলা মোড়, হাওড়া পুরসভার মেন গেটের সামনে এবং মল্লিক ফটক এলাকায়। লন্ডন সফরে গেছেন মুখ্যমন্ত্রী। প্রশ্ন উঠছে, তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা চান এই সময় তাঁর হাতেই দলের রাশ থাকুক?
নেত্রী দায়িত্ব দেওয়ার পরেই ‘অধিনায়ক অভিষেক’ পোস্টার দেখা যায় কলকাতায়। এবার তা দেখা গেল হাওড়াতেও। গতকাল অর্থাৎ ২২ মার্চ লন্ডন গিয়েছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। ফিরবেন আট দিন পর। আর, তাঁর অনুপস্থিতিতে কারা দলের বিষয়টা দেখভাল করবেন তা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “দলের ব্য়াপারটা আপনারা জানেন, সুব্রত বক্সী আছেন এবং অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় আছেন। তাঁদের সঙ্গে আরও অন্য়ান্য়রা আছেন। তাঁরা দেখে রাখবেন।” আর তার ২৪ ঘণ্টার মধ্যেই দক্ষিণ কলকাতাজুড়ে পোস্টার-পতাকা দেওয়া হয়েছে। নেত্রীর নির্দেশে সংগঠনে প্রত্যাবর্তনের পরেই অভিষেকের সমর্থনে কলকাতা, হাওড়ায় পোস্টার দেওয়া হয়েছে। কলকাতার পোস্টারে লেখা ছিল ‘অধিনায়ক অভিষেক’। অন্যদিকে হাওড়ায় হোর্ডিংয়ে লেখা ‘আগামীর ভবিষ্যৎ পথ দেখাবে সেনাপতি’।
এদিকে ফের কলকাতায় পোস্টার-জল্পনা। ‘সর্বাধিনায়িকা জয় হে’-র পর এবার ’দিদিকে চাই’ লেখা পোস্টার দেখা গেল EM বাইপাসে বেঙ্গল কেমিক্যালের কাছে। নতুন পোস্টারে লেখা, বাংলার হিন্দু, বাংলার খ্রিস্টান, বাংলার মুসলমান, আমরা সবাই ভাই ভাই, ২০২৬-এ আমরা আবার দিদিকে চাই। নামহীন পোস্টারের নীচে লেখা আছে, বিজেপি হঠাও। সম্প্রতি বিজেপির তরফে কলকাতা থেকে জেলা, হিন্দুত্বের বার্তা দিয়ে একাধিক জায়গায় পোস্টার, হোর্ডিং, দেওয়াল লিখন দেখা গেছে। পাল্টা তৃণমূলের তরফেও সর্বধর্ম সমন্বয়ের বার্তা দেওয়া হয়েছে। এর পাশাপাশি, যাদবপুর থেকে বাঘাযতীন, গাঙ্গুলিবাগান থেকে পাটুলি, দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় অধিনায়ক অভিষেক ও সর্বাধিনায়িকা মমতা লেখা হোর্ডিং দেখা গেছে। সৌজন্যে FEARLESS AITC MEMBERS বা FAM. এই প্রেক্ষিতেই EM বাইপাসে নতুন পোস্টার নিয়ে নতুন জল্পনা।
আরও দেখুন