NOW READING:
২৬-র আগে বড় বার্তা শুভেন্দুর, ‘যোগীর মত বাংলাতেও..’ ! কত আসনে মমতাকে হারানোর হুঁশিয়ারি ?
March 20, 2025

২৬-র আগে বড় বার্তা শুভেন্দুর, ‘যোগীর মত বাংলাতেও..’ ! কত আসনে মমতাকে হারানোর হুঁশিয়ারি ?

২৬-র আগে বড় বার্তা শুভেন্দুর, ‘যোগীর মত বাংলাতেও..’ ! কত আসনে মমতাকে হারানোর হুঁশিয়ারি ?
Listen to this article


পূর্ব মেদিনীপুর: ‘ছাব্বিশের নির্বাচনে বাংলায় অন্তত ১৮০ টি আসনে জিতে মমতাকে প্রাক্তন করব। নরেন্দ্র মোদিকে পূর্ব মেদিনীপুর থেকে ১৬টি উপহার দেব। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাব’, তমলুকের মিছিল থেকে হুঙ্কার শুভেন্দু অধিকারীর।

এদিন শুভেন্দু বলেন, ‘বাংলার সনাতনী সমাজ, তখনই মুক্তি পাবেন , যখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন হবেন। এই জেলায় মমতাকে আপনারা হারিয়েছেন। এই জেলার দুটো লোকসভা আসন, নরেন্দ্র মোদিজিকে দিয়েছেন। শপথ নিন, আমরা দেব ১৬, রাজ্যে হব অন্তত ১৮০। মমতাকে প্রাক্তন করব। যোগী আদিত্যনাথের মত, পশ্চিম বাংলাতেও সুশাসন ও সুরক্ষা দেব।’

আরও পড়ুন, হাইকোর্টের অনুমতির পর মিছিল, বারুইকাণ্ডে কাদের গ্রেফতারির দাবি শুভেন্দুর ? ‘ওখানকার SP…’ !

আরও দেখুন



Source link