শিল্প সম্মেলন থেকে টাটাকে আমন্ত্রণ মুখ্যমন্ত্রীর, মোট এক লক্ষ কোটি টাকারও বেশি বিনিয়োগ প্রস্তাব
![শিল্প সম্মেলন থেকে টাটাকে আমন্ত্রণ মুখ্যমন্ত্রীর, মোট এক লক্ষ কোটি টাকারও বেশি বিনিয়োগ প্রস্তাব শিল্প সম্মেলন থেকে টাটাকে আমন্ত্রণ মুখ্যমন্ত্রীর, মোট এক লক্ষ কোটি টাকারও বেশি বিনিয়োগ প্রস্তাব](https://i3.wp.com/feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/06/150942328022433a5251b17937277b481738841554342206_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&w=991&resize=991,564&ssl=1)
<p>২০১৬-র SLST শিক্ষক-শিক্ষিকাদের বিক্ষোভ ঘিরে তুলকালাম ময়দান এলাকা। যোগ্য-অযোগ্যদের আলাদা করার দাবি তুলে রাস্তায় নেমে সরব চাকরিজীবীরা। </p>
<p>কালীঘাট অভিযানের ডাক দেওয়া বিক্ষোভকারীদের টেনেহিঁচড়ে একাধিক প্রিজন ভ্যান, বাসে তুলল পুলিশ। তাও দীর্ঘসময় রাজপথে চলল আন্দোলন।<br /><br />হাতে বেড়ি, পায়ে শিকল পরিয়ে আমেরিকা থেকে ভারতীয়দের দেশে পাঠানোর অভিযোগ, উত্তাল সংসদ। দফায় দফায় দু’কক্ষের অধিবেশন মুলতুবি। হাতে পায়ে শিকল পরে বিক্ষোভ বিরোধীদের।<br /><br />রাত পেরিয়ে সকালেও চলছে তাণ্ডব। শেখ মুজিবুর রহমানের বাড়ি গুঁড়িয়ে প্রায় ধ্বংসস্তূপ। চলছে বুলডোজারও। স্বৈরাচারের কোনও চিহ্ন রাখা হবে না, হুঁশিয়ারি মৌলবাদীদের।<br /><br />গুঁড়িয়ে দেওয়া হয়েছে শেখ হাসিনার বাড়ি সুধা সদনও। রাজশাহি বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে আওয়ামি লিগ, শেখ হাসিনার নামের ফলক তোলা হল। চট্টগ্রামে ভাঙা হল বঙ্গবন্ধুর ম্যুরাল।<br /><u><br /></u><br />এবার কলকাতায় সরস্বতী পুজোর বিসর্জন ঘিরে উত্তেজনা। গার্ডেনরিচে পুলিশ ও মহিলা সিভিক ভলান্টিয়ারকে মারধরের অভিযোগ। মেটিয়াবুরুজের একটি ক্লাবের ৩ সদস্যকে গ্রেফতার।</p>
<p><br />সরস্বতী পুজো ঘিরে সংঘর্ষ থামছে কই? এবার বিসর্জনে কৃষ্ণনগরের ঘূর্ণিতে দুই ক্লাবের সংঘর্ষ। আহত ৫ জন, গুরুতর জখম ৩ জন ভর্তি হাসপাতালে। পুলিশকে ঘিরে বচসা, ধাক্কাধাক্কি।<br /><br />ট্যাটুর সূত্রে কাটা মুন্ডু রহস্যের কিনারা। গ্রেফতার নিহতের মাসতুতো ভাই ও তার স্ত্রী। স্ত্রী-র সঙ্গে নিহত হজরতের সম্পর্ক থাকার কথা জানতে পেরে নৃশংস খুন, দাবি পুলিশের।<br /><br /><u>বনধের সংসকৃতি এখন অতীত। এগোচ্ছে বাংলা। শিল্প-সম্মেলনে বিরোধীদের জবাব মুখ্যমন্ত্রীর। এসেছে মোট এক লক্ষ কোটি টাকারও বেশি বিনিয়োগ প্রস্তাব।<br /></u><br /><u>গতকাল বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে মুখ্যমন্ত্রীর ঘোষণার বীরভূমে দেউচা-পাচামি কয়লা ব্লকের কাজ শুরু। চলছে খনিতে খোঁড়াখুঁড়ির জন্য কর্মীদের নিয়োগ করতে রেজিস্ট্রেশন। <br /><br />টাটা সন্সের চেয়ারম্যানকে ফোন মুখ্যমন্ত্রীর। কলকাতা-ইউরোপ বিমান চালুর আর্জি। জানালেন সম্মেলন মঞ্চেই। টাটাকে আমন্ত্রণ মুখ্যমন্ত্রীর</u></p>
Source link