শিল্প সম্মেলন থেকে টাটাকে আমন্ত্রণ মুখ্যমন্ত্রীর, মোট এক লক্ষ কোটি টাকারও বেশি বিনিয়োগ প্রস্তাব

Estimated read time 1 min read
Listen to this article



<p>২০১৬-র SLST শিক্ষক-শিক্ষিকাদের বিক্ষোভ ঘিরে তুলকালাম ময়দান এলাকা। যোগ্য-অযোগ্যদের আলাদা করার দাবি তুলে রাস্তায় নেমে সরব চাকরিজীবীরা।&nbsp;</p>
<p>কালীঘাট অভিযানের ডাক দেওয়া বিক্ষোভকারীদের টেনেহিঁচড়ে একাধিক প্রিজন ভ্যান, বাসে তুলল পুলিশ। তাও দীর্ঘসময় রাজপথে চলল আন্দোলন।<br /><br />হাতে বেড়ি, পায়ে শিকল পরিয়ে আমেরিকা থেকে ভারতীয়দের দেশে পাঠানোর অভিযোগ, উত্তাল সংসদ। দফায় দফায় দু’কক্ষের অধিবেশন মুলতুবি। হাতে পায়ে শিকল পরে বিক্ষোভ বিরোধীদের।<br /><br />রাত পেরিয়ে সকালেও চলছে তাণ্ডব। শেখ মুজিবুর রহমানের বাড়ি গুঁড়িয়ে প্রায় ধ্বংসস্তূপ। চলছে বুলডোজারও। স্বৈরাচারের কোনও চিহ্ন রাখা হবে না, হুঁশিয়ারি মৌলবাদীদের।<br /><br />গুঁড়িয়ে দেওয়া হয়েছে শেখ হাসিনার বাড়ি সুধা সদনও। রাজশাহি বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে আওয়ামি লিগ, শেখ হাসিনার নামের ফলক তোলা হল। চট্টগ্রামে ভাঙা হল বঙ্গবন্ধুর ম্যুরাল।<br /><u><br /></u><br />এবার কলকাতায় সরস্বতী পুজোর বিসর্জন ঘিরে উত্তেজনা। গার্ডেনরিচে পুলিশ ও মহিলা সিভিক ভলান্টিয়ারকে মারধরের অভিযোগ। মেটিয়াবুরুজের একটি ক্লাবের ৩ সদস্যকে গ্রেফতার।</p>
<p><br />সরস্বতী পুজো ঘিরে সংঘর্ষ থামছে কই? এবার বিসর্জনে কৃষ্ণনগরের ঘূর্ণিতে দুই ক্লাবের সংঘর্ষ। আহত ৫ জন, গুরুতর জখম ৩ জন ভর্তি হাসপাতালে। পুলিশকে ঘিরে বচসা, ধাক্কাধাক্কি।<br /><br />ট্যাটুর সূত্রে কাটা মুন্ডু রহস্যের কিনারা। গ্রেফতার নিহতের মাসতুতো ভাই ও তার স্ত্রী। স্ত্রী-র সঙ্গে নিহত হজরতের সম্পর্ক থাকার কথা জানতে পেরে নৃশংস খুন, দাবি পুলিশের।<br /><br /><u>বনধের সংসকৃতি এখন অতীত। এগোচ্ছে বাংলা। শিল্প-সম্মেলনে বিরোধীদের জবাব মুখ্যমন্ত্রীর। এসেছে মোট এক লক্ষ কোটি টাকারও বেশি বিনিয়োগ প্রস্তাব।<br /></u><br /><u>গতকাল বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে মুখ্যমন্ত্রীর ঘোষণার বীরভূমে দেউচা-পাচামি কয়লা ব্লকের কাজ শুরু। চলছে খনিতে খোঁড়াখুঁড়ির জন্য কর্মীদের নিয়োগ করতে রেজিস্ট্রেশন। <br /><br />টাটা সন্সের চেয়ারম্যানকে ফোন মুখ্যমন্ত্রীর। কলকাতা-ইউরোপ বিমান চালুর আর্জি। জানালেন সম্মেলন মঞ্চেই। টাটাকে আমন্ত্রণ মুখ্যমন্ত্রীর</u></p>



Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours