<p>ধোপে টিকল না রাজ্য, কমিশনের সওয়াল। চিহ্নিত অযোগ্যদের আর নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ নয়, জানিয়ে দিল হাইকোর্ট। আবেদন করলেও বাতিলের নির্দেশ। <br />’চিহ্নিত অযোগ্যদের সুযোগ নয়'</p>
<p>হাইকোর্টে কার্যত চিহ্নিত অযোগ্যদের পাশেই দাঁড়াল স্কুল সার্ভিস কমিশন। কিছু প্রমাণ হয়েছে? কারও দোষ প্রমাণিত হয়েছে কি? হাইকোর্টে সওয়াল এসএসসি-র আইনজীবী কল্যাণ বন্দ্য়োপাধ্যায়ের। <br />অযোগ্যদের পাশে SSC, রাজ্য?</p>
<p>এতবড় দুর্নীতির অভিযোগ, টাকা ফেরত দেওয়ার কথা বলেছে সুপ্রিম কোর্ট। তারপরও বলবেন কারও দোষ প্রমাণ হয়েছে? প্রশ্ন বিচারপতির সৌগত ভট্টাচার্যর। এই ব্যাখ্যা প্রত্যাশিত নয়। মন্তব্য বিচারপতির। </p>
<p> ক্যাম্পাসে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে তোলপাড় রাজ্য়। ৭ দিনেরও বেশি পঠনপাঠন বন্ধ থাকার পর খুলল ল কলেজ। দুপুর ২টো অবধি থাকতে পারবেন শিক্ষক ও শিক্ষাকর্মীরা। <br /><br /></p>
<p>কালীগঞ্জে জাতীয় মহিলা কমিশন। কান্নায় ভাঙলেন তামান্নার মা। বয়ান রেকর্ড করল কমিশন। ( অ্যাম)<br /><br /></p>
<p>রাজন্যা বিতর্কে এবার আসরে জুঁই বিশ্বাস। যারা মাথায় তুলেছিলেন, তাঁদের যোগ্যতা নিয়েও সন্দেহ আছে। দু’দিন এসেই নেত্রী? সোশাল মিডিয়ায় নাম না করে খোঁচা তৃণমূল কাউন্সিলরের। <br /><br /></p>
<p>কাটোয়ায় বোমা বাঁধার সময় বিস্ফোরণে মৃত্যু। রাজুয়া গ্রামে বিস্ফোরণস্থলে বম্ব স্কোয়াড। আরও বোমা-বিস্ফোরক আছে কিনা, জানতে তল্লাশি। নমুনা সংগ্রহ ফরেন্সিক বিশেষজ্ঞদেরও। <br /><br /></p>
<p>২১ জুলাই প্রস্তুতির সভামঞ্চেই তুলকালাম। মালদার হরিশ্চন্দ্রপুরে মন্ত্রী ও জেলা পরিষদের সদস্যের সংঘাত। দুপক্ষের অনুগামীদের বচসা ধস্তাধস্তি। </p>
<p>কৃষ্ণনগরে রেষারেষির জেরে রাস্তার পাশে উল্টে গেল বাস। জখম আনুমানিক ৩০ । শিলিগুড়ির সেবক আউটপোস্টের কাছে ধস। গাড়ির উপর মাটি-পাথর। অল্পের জন্য রক্ষা।<br /><br /></p>
<p>ঝাড়গ্রামে ফের লোকালয়ে হাতি। সাঁকরাইলে গজরাজের লেজ ধরে টানাটানি। দীর্ঘক্ষণ উত্যক্ত করার অভিযোগ। বনকর্মীদের দেরিতে আসার অভিযোগ। <br /><br /></p>
Source link
চিহ্নিত অযোগ্যদের আর নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ নয়, জানিয়ে দিল হাইকোর্ট
