# Tags
#Blog

ভ্রাম্যমান গ্রন্থাগার, ছবিতে সেজেছে গ্রাম; ‘বই-গ্রাম’-এর পথ চলা শুরু

ভ্রাম্যমান গ্রন্থাগার, ছবিতে সেজেছে গ্রাম; ‘বই-গ্রাম’-এর পথ চলা শুরু
Listen to this article


অরিন্দম সেন, আলিপুরদুয়ার: বহু প্রতিক্ষিত ‘বই-গ্রাম’-এর সূচনা হল আলিপুরদুয়ারের (Alipurduar) পানিঝোড়ায়। গতকাল যার সূচনা করলেন আলিপুরদুয়ারের জেলা শাসক ভিমলা রঙ্গনাথন। দেশের প্রায় ২৯ হাজার বইপ্রেমী মানুষের সাড়া পাওয়ায় খুশি উদ্যোক্তারা। উদ্য়োক্তাদের দাবি বইপ্রেমী ও পর্যটকদের আকৃষ্ট করবে।                                  

‘বই-গ্রাম’-র সূচনা: আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের জনজাতি অধ্যুষিত রাজাভাতখাওয়ার পানিঝোড়া গ্রাম। বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ঘেড়া প্রকৃতির মাঝে এই গ্রামকেই ‘বইগ্রাম’ রূপে শুভ সূচনা করলেন আলিপুরদুয়ারের জেলা শাসক ভিমলা রঙ্গনাথন। জানা যায়, ‘আপনকথা’ নামে একটি সংগঠন এবং আলিপুরদুয়ার জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়, এই বই গ্রামের ভাবনা। এর আগে মহারাষ্ট্রের ভিলার ও কেরলের পেরুকালেম ছাড়া এমন উদ্যোগ বিশেষ দেখা যায়নি ৷ ফলে, রাজ্যে এই প্রথম বই-গ্রামের সূচনায় বইপ্রেমী মানুষের উপস্থিতি এবং উৎসাহ, উদ্দিপনাটা ছিল একটু বেশিই।                                          

কীভাবে সাজানো হয়েছে?

আলিপুরদুয়ার শহর থেকে রাজাভাতখাওয়ার মাঝে প্রায় ১২ কিমি দূরত্বে অবস্থিত বক্সা জঙ্গলের মাঝে এই পানিঝোড়া গ্রামের বই গ্রাম। গ্রামের একমাত্র বাস স্ট্যান্ডকেও সাজানো হয়েছে সেই আঙ্গিকেই। গ্রামে ছোটো ছোটো ভ্রাম্যমান ১৫ টি গ্রন্থাগার থাকছে বিভিন্ন বাড়িতে।  যেগুলো দেখভাল করবে খুদে পড়ুয়ারাই। পাশাপাশি একটি প্রধান উন্মুক্ত গ্রন্থাগার তৈরি করা হয়েছে। এছাড়া গোটা গ্রামকে সাজিয়ে তোলা হয়েছে বই ও সামাজিক বার্তামূলক চিত্রকলায়। যাতে আকৃষ্ট হয় শিশু পড়ুয়ারাও। যা নিয়ে উচ্ছ্বসিত স্থানীয় শিক্ষকমহল থেকে শিক্ষাবিদরাও।    

দিনকয়েক আগে রোজগার মেলার আয়োজন করে কোচবিহারের (Coochbehar News) আচার্য ব্রজেন্দ্রনাথ শীল মহাবিদ্যালয়। ছাত্র-ছাত্রীদের স্বাবলম্বী হওয়ার রাস্তা খুলে দেওয়ার উদ্যোগ নেয় কলেজের কর্তৃপক্ষ এবং স্থানীয় শিল্পপতিরা। কোচবিহারের ১৮টি শিল্প প্রতিষ্ঠান এই মেলায় অংশগ্রহণ করে। প্রায় ৮০ জন ছাত্রছাত্রী বিভিন্ন চাকরির জন্য আবেদন করেছেন এই মেলার মাধ্যমে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Nabanna Abhijan: নবান্ন অভিযানে আক্রান্ত পুলিশকর্মী, চিকিৎসার জন্য ভিন রাজ্য়ের উদ্দেশে রওনা

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal