<p><strong>মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান:</strong> বেসরকারি গ্যাস উত্তোলক সংস্থার বর্জ্য মিশ্রিত জলে পড়ে জোড়া মৃত্যু। আশঙ্কাজনক আরও তিন। নিরাপত্তার গাফিলতির অভিযোগ তুলে সরব এলাকাবাসী।</p>
<p>মৃত দুই যুবকের নাম আকাশ বাদ্যকর (২৫) কাঁকসার জামবনের বাসিন্দা ও বছর ২৬ র অনুপ সরকার মালদহের বাসিন্দা। উদ্ধার করতে গিয়ে অসুস্থ হয়ে পড়া স্বভাব আরও তিন যুবককে প্রথমে দুর্গাপুরের শোভাপুর সংলগ্ন বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পরে বিধাননগরের বেসরকারি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।</p>
<p>জানা গেছে, মঙ্গলবার সকালে অন্যান্য দিনের মতোই সর্বভারতীয় বেসরকারি গ্যাস উত্তোলক সংস্থার দুর্গাপুর থানার পারুলিয়ার ২৪২ নম্বর পিটে কাজে যোগ দেয় ওই শ্রমিকরা । আচমকা গ্যাস উত্তোলনের পর বর্জ্য মিশ্রিত জমা জলে পড়ে যায়। এক ঠিকা শ্রমিক তাকে উদ্ধার করতে গিয়ে আরেকজন শ্রমিক পড়ে যায় রাসায়নিক মিশ্রিত পুকুরে।পরে বাকিরা দড়ি দিয়ে উদ্ধারের চেষ্টা করে এবং পরে জেসিবি এসে উদ্ধার করে ওই দুজনকে এই উদ্ধারের সময় অসুস্থ হয়ে পড়ে আরও তিন শ্রমিক।</p>
<p>তারপরেই তাদের স্থানীয়দের সহযোগিতায় শোভাপুর সংলগ্ন বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে আকাশ বদ্যকর ও অনুপ সরকারকে বিধান নগরের মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই দুজনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। আরও তিন যুবক বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।</p>
<p>জামবনের বাসিন্দা সন্তু রায়ের অভিযোগ, ‘গ্যাস উত্তোলক সংস্থার গাফিলতির জেরেই আজ প্রাণ গেল দুই শ্রমিকের। আমরা কর্তৃপক্ষের শাস্তির দাবি করছি। এর আগেও একাধিকবার সমস্যার মুখে পড়তে হয়েছে শ্রমিকদের। ফের মৃত্যুর মুখে পড়তে হল আমাদের পাড়ার আকাশকে ও মালদহের অরূপকে। কী কারণে এই ঘটনা ঘটলো তার জবাব দিতে হবে সংস্থার আধিকারিকদের।'</p>
<p>আরও পড়ুন,<a title=" ‘৩ ভেন্ডরের থেকে বরাত পিছু ৮-১০ শতাংশ কাটমানি নিতেন সন্দীপ ঘোষ’ !" href="https://bengali.abplive.com/district/rg-kar-financial-corruption-cbi-submits-reports-against-sandip-ghosh-asish-pandey-biplab-pandey-suman-hajra-1117595" target="_self"> ‘৩ ভেন্ডরের থেকে বরাত পিছু ৮-১০ শতাংশ কাটমানি নিতেন সন্দীপ ঘোষ’ !</a></p>
<p>বেসরকারি গ্যাস উত্তোলক সংস্থার আধিকারিক সিদ্ধার্থ পান্ডে বলেন,’মর্মান্তিক ঘটনা। আমরা শুনেছি দুজনের মৃত্যু হয়েছে। সবরকম ভাবেই মৃত শ্রমিকদের পরিবারের পাশে দাঁড়ানো হবে।’ সম্প্রতি উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের বাদু এলাকায়, একটি রাসায়নিক কারখানায় একটি মর্মান্তিক ঘটনা ঘটেছিল । কারখানায় প্রচুর দাহ্য মজুত থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যায় পড়েছিল দমকল।যদিও শেষ রক্ষা হয়নি সেবার। অগ্নিদগ্ধ হয়েছিল বেশ কয়েকজন। একজনের মৃত্যু হয়েছিল। </p>
Source link
‘গ্যাস উত্তোলক সংস্থার গাফিলতিতে জোড়া মৃত্যু’ ! বিস্ফোরক অভিযোগ দুর্গাপুরে, আশঙ্কাজনক আরও ৩
