সপ্তাহান্তে হাওয়া বদল, কবে থেকে শীতের আমেজ দক্ষিণবঙ্গে ?
<p>ABP Ananda Live: সপ্তাহান্তে হাওয়া বদল, কাল থেকেই পারদ পতন। রাজ্যজুড়ে শীতের আমেজ, আগামী ৪-৫ দিন ৩-৪ ডিগ্রি নামবে তাপমাত্রা। পশ্চিমী ঝঞ্ঝার বাধা কাটলেই ঢুকতে শুরু করবে উত্তুরে হাওয়া। উত্তরবঙ্গে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা। </p>
<p> </p>
<p>আরও খবর, বৃহস্পতিবার পর্যন্ত দার্জিলিং ও কালিম্পং-এর পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। রাজ্যজুড়ে শীতের অপেক্ষা। কবে থেকে শুরু হবে ঠান্ডার আমেজ ? তার অপেক্ষায় রাজ্যবাসী ! এর মধ্যেই এল বড় আপডেট। উইকএন্ডেই হাওয়া বদলের পূর্বাভাস আবহাওয়া দফতরের। রাজ্যজুড়ে শীতের আমেজের সম্ভাবনা। ধীরে ধীরে নামছে পারদ। বইবে উত্তুরে হাওয়া। রাজ্যে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। বৃহস্পতিবার পর্যন্ত দার্জিলিং ও কালিম্পং-এর পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, কাল আসছে পশ্চিমী ঝঞ্ঝা। উত্তর পশ্চিমে হাওয়া বদলের ইঙ্গিত রয়েছে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ অবস্থান করছে। এই নিম্নচাপ পশ্চিমমুখী অগ্রসর হবে। যার প্রভাব পড়বে উত্তর তামিলনাডু ও দক্ষিণ অন্ধপ্রদেশ উপকূলে।</p>
Source link