NOW READING:
গরম কমার কোনও লক্ষণই নেই আগামী কয়েকদিনে, জ্বালা ধরাবে তাপমাত্রা, চড়বে পারদ, আরও বাড়বে উষ্ণতা
March 29, 2025

গরম কমার কোনও লক্ষণই নেই আগামী কয়েকদিনে, জ্বালা ধরাবে তাপমাত্রা, চড়বে পারদ, আরও বাড়বে উষ্ণতা

গরম কমার কোনও লক্ষণই নেই আগামী কয়েকদিনে, জ্বালা ধরাবে তাপমাত্রা, চড়বে পারদ, আরও বাড়বে উষ্ণতা
Listen to this article


Weather Update: মাঝ চৈত্রেই গরমের চোখ রাঙানি। বসন্তকালে তাপমাত্রা দাপটে কার্যত টেকা দায়। আজ অর্থাৎ শনিবার দক্ষিণবঙ্গে ৭ জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি ছিল দিনের বেলায়। আপাতত ‘হট ডে’ পরিস্থিতি রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই। অতএব আগামী কয়েকদিন তীব্র গরমে হাঁসফাঁস করবেন সাধারণ মানুষ। শহর কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলাতেও পারদ চড়ে থাকবে সপ্তমে। সপ্তাহান্তে কলকাতায় দিনের উষ্ণতা ৩৮ ডিগ্রি ছুঁতে পারে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা চল্লিশ ছাড়াতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দতর। অতএব দক্ষিণবঙ্গে উইকেন্ডে এবং সপ্তাহের শুরুতে গর ভালই থাকবে। তবে উত্তরবঙ্গে বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

আইএমডি কলকাতার পূর্বাভাস আগামী ২ দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না। অর্থাৎ গরম থাকছেই। তারপর তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, ৩ দিনের জন্য। অনুমান, তখন কিছুটা স্বস্তি পাওয়া যাবে। তবে গরম সেভাবে কিছুই কমবে না। অন্যদিকে, আগামী ২ দিনের দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে বলে জানিয়েছে আইএমডি কলকাতা। আপাতত এই ‘হট ওয়েদার কন্ডিশন’ অর্থাৎ তীব্র গরম থাকবে বেশ কিছুদিন। এর পাশাপাশি পশ্চমবনের সাব-হিমালয়ান অঞ্চলে আগামী ৫ দিনে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না বলেই জানিয়েছে আইএমডি কলকাতা। 

আগামী সাতদিন শহর কলকাতার তাপমাত্রা কেমন থাকতে পারে, সার্বিক আবহাওয়া কেমন থাকার সম্ভাবনা রয়েছে, সেই প্রসঙ্গে পূর্বাভাস দিয়েছে আইএমডি কলকাতা কর্তৃপক্ষ। 

আজ শনিবার ২৯ মার্চ, ২০২৫ – কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। আকাশ মূলতে পরিষ্কার ছিল। আগামীকাল রবিবার ৩০ মার্চ, ২০২৫ – দিনের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতায় থাকবে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। আকাশ থাকবে পরিষ্কার। 

শহর কলকাতায় রবিবারের মতোই আবহাওয়া থাকবে সোমবারও। মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার আইএমডি অনুসারে কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগামী শুক্রবার কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস। আকাশ রোজ মূলত পরিষ্কারই থাকতে চলেছে আগামী সাতদিন। তাপমাত্রা ১-২ ডিগ্রি হেরফের ছাড়া উষ্ণতার বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যাবে না। আবহাওয়া গরমই থাকবে। আইএমডি- র পূর্বাভাস তাই-ই জানিয়েছে। 

আরও দেখুন



Source link