<p><strong>কলকাতা: </strong>গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর ঘনীভূত নিম্নচাপ। তার প্রভাবে অঝোরে পড়ছে বৃষ্টি। মঙ্গলবার দিনভর ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। শনিবার থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। </p>
<p><strong>দক্ষিণবঙ্গের আবহাওয়া:</strong> বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কমবে। ভারী বৃষ্টির সতর্কতা নেই। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিভিন্ন জেলার দু এক জায়গায়। শনিবার থেকে ফের বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে।</p>
<ul>
<li><strong>০৯.০৭.২৫: </strong>দক্ষিণবঙ্গের সব জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টির পূর্বাভাস পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে। তার সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। </li>
<li><strong>১০.০৭.২৫: </strong>হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। </li>
<li><strong>১১.০৭.২৫:</strong> দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। </li>
<li><strong>১২.০৭.২৫ থেকে ১৪.০৭.২৫: </strong>বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতে।</li>
</ul>
<p><strong>উত্তরবঙ্গের আবহাওয়া: </strong>বুধবার ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃহষ্পতিবারে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা। শুক্রবারে ও শনিবারে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে। উপরের দিকের পাঁচ জেলাতে বেশি বৃষ্টির সম্ভাবনা।</p>
<ul>
<li><strong>০৯.০৭.২৫: </strong>উত্তরের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পঙে।</li>
<li><strong>১০.০৭.২৫: </strong>উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। </li>
<li><strong>১১.০৭.২৫: </strong>দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও কালিম্পঙে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়াও উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টি হবে। </li>
<li><strong>১২.০৭.২৫: </strong>বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের সব জেলাতে।</li>
<li><strong>১৩.০৭.২৫: </strong>হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরের জেলাগুলিতে। ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। </li>
<li><strong> ১৪.০৭.২৫: </strong>ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও কালিম্পঙে। </li>
</ul>
<p><strong>মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা: </strong>গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর নিম্নচাপ তৈরি হয়েছে। এটি দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে। এর অভিমুখ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক। এটি খুব ধীরে ধীরে ঝাড়খন্ড এবং উত্তর ছত্তিশগড়ের দিকে এগিয়ে যাবে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর উত্তাল থাকবে। বাংলা ও ওড়িশার মৎস্যজীবীদের উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে, মধ্য বঙ্গোপসাগরে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর। </p>
Source link
দিনভর অবিরাম ধারাপাত, দুর্যোগ শেষে কবে মিলবে রোদের দেখা?
