
বসন্তেই তীব্র দহনজ্বালা। কাল থেকে ঊর্ধ্বমুখী হবে পারদ। মঙ্গলবারের মধ্যে তাপমাত্রা ৩৪-৩৫ ডিগ্রি ছুঁতে পারে বলে আবহাওয়া দফতরের অনুমান। জেলায় তাপমাত্রা পৌঁছতে পারে ৩৮ ডিগ্রিতে।

একদিকে দক্ষিণবঙ্গ গরমে পুড়বে, আরেক দিকে উত্তরবঙ্গে সোমবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং ও কালিম্পঙের উঁচু এলাকায় বৃষ্টির সম্ভাবনা বেশি। আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতেও বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলেও তাপমাত্রার খুব একটা হেরফের হবে না বলে আবহাওয়া দফতর জানিয়েছে।

সপ্তাহের মাঝে সামান্য তাপমাত্রা কমল। সপ্তাহের শেষে অর্থাৎ উইকেন্ডে ফের তাপমাত্রা বাড়বে। আরও কমলো দিন ও রাতের তাপমাত্রা। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের সামান্য নিচে নামল।

আপাতত পরিষ্কার আকাশ। এ সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা নেই। জেলার দিকে খুব সকালে এবং সন্ধেয় হালকা মনোরম আবহাওয়া। কাল থেকে দিনের বেলায় উষ্ণতা বাড়বে। রাতে সামান্য অস্বস্তিকর আবহাওয়া হতে পারে।

আগামী সপ্তাহের শুরুতেই কলকাতার তাপমাত্রা ফের ৩৪-৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। জেলায় জেলায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে উঠে যেতে পারে বলে অনুমান আবহাওয়া দফতরের। ১০ মার্চ থেকে তাপমাত্রা আরও অনেকটা বাড়বে বলে অনুমান আবহাওয়া দফতরের।

বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। শনিবার বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের চার জেলায়। আজ শুষ্ক আবহাওয়া উত্তরবঙ্গে। আগামীকাল দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ের পার্বত্য এলাকাতেও হালকা বৃষ্টির পূর্বাভাস।

শুক্রবার থেকে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। শুক্রবার থেকে সোমবার পর্যন্ত দার্জিলিঙে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। সম্ভাবনা বেশি দার্জিলিং ও কালিম্পঙের পার্বত্য এলাকায়। বৃষ্টির পরিমাণ বাড়বে শনিবার।

চার জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। দার্জিলিং ও কালিম্পং জেলার সঙ্গে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতেও হালকা বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হলেও তাপমাত্রার খুব একটা হেরফের হবে না আগামী ৪-৫ দিনে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

আজ কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের সামান্য নীচে। পরিষ্কার আকাশ। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সপ্তাহের মাঝে সামান্য কমলেও কাল শুক্রবার ফের বাড়বে তাপমাত্রা।

সোমবার ১০ মার্চ থেকে অনেকটা বাড়বে তাপমাত্রা। মঙ্গলবারের মধ্যে কলকাতার তাপমাত্রা ৩৪ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে বলে অনুমান আবহাওয়া দফতরের। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ২৮ থেকে ৮৮।
Published at : 06 Mar 2025 05:09 PM (IST)
আরও জানুন জেলার
আরও দেখুন
+ There are no comments
Add yours