‘জানি বেকারত্বের জ্বালা, বুকের ভেতর আগুনটাকে সবসময় জ্বালিয়ে রাখুন’

Estimated read time 1 min read
0 0
Listen to this article
Read Time:11 Minute, 12 Second


কলকাতা: আজকের প্রতিবেদন যাকে নিয়ে, তিনি এশহরের মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছেন। বাধা-বিপত্তি এসে জীবনে। তবুও তাঁর বাবা চাননি ছেলে, পারিবারিক ব্যবসায় যোগ দিক। এদিকে WBCS-এ যদি সুযোগ না পেতেন, কী করতেন ? এমন প্রশ্নের সামনে নিজেকে কখনও দাঁড় করাননি যাদবপুরের এই প্রাক্তনী। প্ল্যান বি বলে কিছুই ছিল না। Ronda Bryne এর ‘Secret’ বইটি তাঁর জীবনে একটা বড় প্রভাব ফেলেছে। ফুটবল তাঁর প্রাণ। তাঁর পছন্দের খেলাই যে একদিন তাঁকে WBCS-এর ট্রফি এনে দেবে, ইন্টারভিউতে এবিষয়েও করা হবে প্রশ্ন, ভাবেননি। বর্তমানে তিনি Deputy Magistrate & Deputy Collector পদে পূর্ব বর্ধমান জেলায় কর্মরত। কী করে মাত্র দুবারের প্রচেষ্টায় তিনি পাহাড়ের শিখরে পৌঁছলেন তা নিয়ে মন খুললেন দক্ষিণ কলকাতার বাসিন্দা রাহুল বিশ্বাস। এবিপি লাইভকে দিলেন বিশেষ সাক্ষাৎকার।

WBCS Success Story: 'জানি বেকারত্বের জ্বালা, বুকের ভেতর আগুনটাকে সবসময় জ্বালিয়ে রাখুন

যাদবপুরে পদার্থবিদ্যায় মাস্টার ডিগ্রি, যদি সফল না হতেন, সেক্ষেত্রে কী করতেন ?

রাহুলের স্কুল জীবন কেটেছে জোকার বিবেকানন্দ মিশনে। ২০১৪ সালে ISC-তে ৯৩ শতাংশ নাম্বার পেয়ে পাশ করেন তিনি। ভাল রেজাল্টের পর তিনি প্রেসিডেন্সি এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় দুটি জায়গাতেই পরীক্ষা দিয়ে সুযোগ পেয়েছিলেন। তবে শেষ অবধি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকেই পড়াশোনা করেন। পদার্থবিদ্যায় স্নাতক হন। সাল ২০১৭। ততদিনে তিনি লক্ষ্য স্থির করে নিয়েছেন WBCS এক্সজিকিউটিভ অফিসার হবেন। কিন্তু যদি সফল না হতেন, সেক্ষেত্রে কী করতেন ? অন্য কোনও পরিকল্পনা নিয়েছিলেন কি ? রাহুল বলেন, ‘না। আমি স্থির ছিলাম যে আমি সফল হবই। আমার ঘরের আয়নায় একটি কাগজে লিখে রেখেছিলাম যে আমি  WBCS এক্সজিকিউটিভ অফিসার হবই। এটা আমার নিজের প্রতি বিশ্বাস ছিল।আমার প্রিয় অভিনেতা শাহরুখ খানের এই Dialogueটি আমার খুব পছন্দের। ‘Kehte hain agar kisi cheez ko dil se chaho..’,আমি এটা মনে প্রাণে বিশ্বাস করতাম। এবং WBCS ক্র্যাক করব এটা মন থেকে ভীষণ ভাবে চাইতাম। পরবর্তী কালে, Ronda Bryne এর ‘Secret’ বইটি পড়েও এই একই মন্ত্রে উদ্বুব্ধ হয়েছিলাম।’  

WBCS Success Story: 'জানি বেকারত্বের জ্বালা, বুকের ভেতর আগুনটাকে সবসময় জ্বালিয়ে রাখুন
‘Secret’

রাহুল বলেন, ”Secret’ বইটির মূল ধারণাটি হল- ইতিবাচক চিন্তাভাবনাকে আকৃষ্ট করা এবং বিশ্বাস করা যে আপনি যা ঘটাতে চান তা ঘটবে। আপনার মনে একটি ছবি তৈরি করুন যে আপনি যেটা অর্জন করতে চান, সেটি ঘটেছে, সেটি অসাধ্য নয়। সেই ছবিটিই আপনাকে আপনার লক্ষ্যের দিকে কাজ করতে বাধ্য করবে এবং এটি বিশ্বের সমস্ত শক্তিকে তার পক্ষে কাজ করার জন্য চেষ্টা করবে। উদাহরণ স্বরূপ বলি, আমি যেমন আমার শোওয়ার ঘরের আয়নায় একটা কাগজে লিখে রেখেছিলাম, আমি একদিন WBCS(EXE) Officer হব। প্রতি দিন ঘুম থেকে উঠে, এবং শোওয়ার আগে যখন সেটি দেখতাম, আপনা থেকেই মনের জেদটা আরও বেড়ে যেত।’

WBCS Success Story: 'জানি বেকারত্বের জ্বালা, বুকের ভেতর আগুনটাকে সবসময় জ্বালিয়ে রাখুন

‘জানি বেকারত্বের জ্বালা, বুকের ভেতর আগুনটাকে সবসময় জ্বালিয়ে রাখুন’

রাহুল দক্ষিণ কলকাতার বাসিন্দা। বাবার বহুদিনের ব্যবসা। মা হাউজ ওয়াইফ। বাবা কখনই চাননি যে আমি ব্যবসায় নামি। বরাবরি তিনি চেয়েছেন,পড়াশোনা করে আমি WBCS-এ সফল হই, বলেন তিনি।। সেই সাপোর্টটাই হয়তো স্বল্প সময়ের ব্যবধানে সাফল্য এনে দিয়েছে তাঁকে। সতেরোতে স্নাতক হওয়ার পর, ২০১৮ সাল থেকে ২০২২ সাল ,মাঝে এই কয়েকটা বছর স্ট্রাগল গিয়েছে রাহুলের। রাহুলের কথায়, ‘চাকরি পাবার আগে অনেকটা সময় আমি কোনও কাজ করিনি। জানি বেকারত্বের জ্বালা। সেই সময়, লক্ষ্যে অবিচল থাকার সাহস যুগিয়েছেন আমার মা। পাশে পেয়েছি কাছের বন্ধুদের। নতুন সরকারি চাকরি প্রার্থীদের জন্য বলব, চাকরি ঠিক আপনারাই পাবেন, ধৈর্য ধরুন এবং বুকের ভেতর আগুনটাকে সবসময় জ্বালিয়ে রাখুন।’ 

WBCS Success Story: 'জানি বেকারত্বের জ্বালা, বুকের ভেতর আগুনটাকে সবসময় জ্বালিয়ে রাখুন

স্নাতকের পর খুবই স্বল্প সময়ের ব্যবধানে দুটি সরকারি চাকরি ছেড়ে WBCS-এ

তবে WBCS-এ সুযোগ পাওয়ার আগে তিনি জীবনের প্রথম সরকারি চাকরি পান টালিগঞ্জ হেড পোস্ট অফিসে। অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার হিসেবে চাকরি করেন সেখানে ৭ মাস। এরপর পরই স্বাস্থ্য ভবনে চাকরি সুযোগ পান তেইশে। এদিকে সেখানে চাকরি জীবনও দীর্ঘস্থায়ী হয়নি। কারণ ততদিন তিনি সফল হয়ে গিয়েছেন WBCS-এ। রাহুলের কথায়, ‘WBCS প্রথম অ্যাটেম্পট ২০১৯ সালে, সেবার প্রিলি পাস করলেও মেনসে আটকে যাই। পরের বছর ২০২০ সালে আবার বসি। বাইশে পার্সোনালিটি টেস্ট অতিক্রম করে , ২০২৩ সালের জুলাই মাসে চাকরিতে যোগ দিই। বর্তমানে আমি Deputy Magistrate & Deputy Collector পদে পূর্ব বর্ধমান জেলায় কর্মরত।’ 

WBCS Success Story: 'জানি বেকারত্বের জ্বালা, বুকের ভেতর আগুনটাকে সবসময় জ্বালিয়ে রাখুন
সিভিল সার্ভিস কেন বেছে নিলেন ?

‘সিভিল সার্ভিস জয়েন করব এটা আমি কলেজে পড়ার সময় থেকেই মনে প্রাণে চাইতাম। এই স্বপ্নে ইন্ধন জুগিয়েছিলেন আমার বাবা। এটা এমন একটা চাকরি যেখানে দেশের মানুষের জন্য কাজ করা যায়। দেশের গরিব মানুষের উপকারে আসা যায়। WBCS (exe) Service প্রথম চয়েজ হওয়ার কারণ , এটার Job Diversity & Career Prospects। এই সার্ভিসের অফিসাররা সরকারের উন্নয়ন মূলক প্রকল্প গুলি যেমন রূপায়ণ করে, ঠিক তেমনই অসামাজিক কার্যকলাপ বন্ধ করতে অভিযান চালানো হয়। Executive Magistrate কোর্ট করা থেকে এলাকার আইনশৃঙ্খলা রক্ষা , সবেতেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। কাজের পরিমিতি অপরিসীম। তাই এতে Adventure এবং Job Satisfaction, দুটোই আছে।’ 

WBCS Success Story: 'জানি বেকারত্বের জ্বালা, বুকের ভেতর আগুনটাকে সবসময় জ্বালিয়ে রাখুন

‘ফুটবল প্রিয়, এখনও সময় পেলে মাঠে নেমে পড়ি’

WBCS এর পার্সোনালিটি টেস্টে কোন বিষয়টা খুব প্রয়োজনীয়  ? ঠিক কী ধরণের প্রশ্নের মধ্যে দিয়ে যেতে হয় ? ‘আমি খেলাধুলো ভালোবাসি জানতে পেরে Interview Board, আমাকে কলকাতা ময়দানের ৫ টি ক্লাবের নাম জিজ্ঞেস করেছিল। আমি সেটা বলতে পেরেছিলাম। খেলাধুলো বরাবরই করে এসেছি। ফুটবল খেলতে ভাল লাগে। স্কুল,কলেজ টিমে নিয়মিত খেলেছি, স্কুল টিমে ক্যাপটেন ছিলাম। এখনও সময় পেলে পাড়ার মাঠে নেমে পড়ি’। তিনি আরও বলেন,’  WBCS এর মত ক্যারিয়ারে শারীরিক এবং মানসিকভাবে শক্ত থাকা প্রয়োজন। তাই খেলাধুলো বা অন্য কোনও এক্সট্রা কারিকুলার অ্য়াক্টিভিটি যুক্ত থাকতে পারলে ভাল। পার্সোনালিটি টেস্ট বা Interview-তেও এটা নিয়ে জিজ্ঞাসা করা হয়। Hobby থাকলে,  Personality Test এ বাড়তি মার্কস পেতে সুবিধা হয়।’ 

WBCS Success Story: 'জানি বেকারত্বের জ্বালা, বুকের ভেতর আগুনটাকে সবসময় জ্বালিয়ে রাখুন

‘প্রতিটা পরীক্ষায় বসার পরেই তিন চার দিনের জন্য ঘুরতে চলে যেতাম..’

 ঘুরতে যেতে ভালবাসেন ? ‘ঘুরতে যেতে ভীষণ ভাল লাগে। পাহাড় আমার প্রিয় জায়গা। আমি পাহাড় ভালোবাসি কারণ প্রকৃতির ওই বিশালতার তলায় নিজের ক্ষুদ্র, অকিঞ্চিৎকর উপস্থিতি, অস্বস্তি জাগায় না। বরং জীবনের মূল্যবোধগুলি উপলব্ধি করায়। আমার মনে হয় পাহাড় প্রচণ্ড রকমের বৈচিত্র্যময়। এছাড়া আমার মনে হয় পাহাড়ে বসবাস করা নৃতাত্ত্বিক গোষ্ঠীর সহজসরল জীবনধারার সান্নিধ্যে এসে, মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন হয়। কিছু সময়ের জন্য হলেও আত্মিক শুদ্ধি ঘটে। প্রতিটা পরীক্ষায় বসার পরেই তিন চারদিনের জন্য ঘুরতে চলে যেতাম । ওটাই নতুন উদ্যমের কাজ করত। আসলে ঘোরা এবং খেলা দুটোই আমার কাছে স্ট্রেস বাস্টারের মত।’ 

আরও পড়ুন, WBCS Success Story: কোন পথে সাফল্য ? WBCS-এর টেকনিক্যাল ও নন টেকনিক্যাল দিকগুলি জানালেন শ্রীপর্ণা

মায়ের হাতে বেগুন কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছের ঝোল হলে কথাই নেই

সিনেমা দেখতে বেশ পছন্দ করেন রাহুল। প্রিয় ছবি ফেলুদা, বোমকেশ, শাহরুখের স্বদেশ এবং The Last Samurai। অবসর সময়ে শোনেন অরিজিৎ সিংহ, শ্রেয়া ঘোষালের গান। প্রিয় ঋতু শীতকাল। খেতে ভালবাসেন। মায়ের হাতে বেগুন কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছের ঝোল হলে কথাই নেই। 

WBCS Success Story: 'জানি বেকারত্বের জ্বালা, বুকের ভেতর আগুনটাকে সবসময় জ্বালিয়ে রাখুন

* সমস্ত ছবি – রাহুল বিশ্বাসের সৌজন্যে

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

Education Loan Information:
Calculate Education Loan EMI



Source link

About Post Author

JagoronBarta

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *