NOW READING:
উচ্চ মাধ্যমিকে ব্যবহার করা যাবে ক্যালকুলেটর ! কোথায়, কীভাবে? বিস্তারিত জানাল সংসদ
February 22, 2025

উচ্চ মাধ্যমিকে ব্যবহার করা যাবে ক্যালকুলেটর ! কোথায়, কীভাবে? বিস্তারিত জানাল সংসদ

উচ্চ মাধ্যমিকে ব্যবহার করা যাবে ক্যালকুলেটর ! কোথায়, কীভাবে? বিস্তারিত জানাল সংসদ
Listen to this article


কলকাতা: আর কয়েকদিন পরেই ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যাবে। এটাই শেষবার বার্ষিক নিয়মে পরীক্ষা, আগামী ২০২৬ সাল থেকেই সেমেস্টার নিয়মে হবে পরীক্ষা। উচ্চ মাধ্যমিকে সেমেস্টার নিয়ম চালু হওয়ার পর থেকেই সিলেবাস থেকে পরীক্ষা পদ্ধতিতে বদল এসেছে। বার্ষিক নিয়মে পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষার্থীরা অনায়াসেই পরীক্ষাকেন্দ্রে ক্যালকুলেটর ব্যবহার করতে পারতেন, তবে সেমেস্টার সিস্টেম চালু হওয়ার পর শিক্ষা সংসদের পক্ষ থেকে জানানো হয়েছিল যে এই নয়া নিয়মে পরীক্ষার্থীরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন না। দুশ্চিন্তায় পড়েছিলেন ছাত্র-ছাত্রীরা। তবে এবার আরেকটি নির্দেশিকা জারি করে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে স্পষ্ট বার্তা দিল শিক্ষা সংসদ।

নয়া নির্দেশিকায় শিক্ষা সংসদ জানিয়েছে, একাদশ এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষায় অর্থাৎ সেমেস্টার নিয়মে একাদশের প্রথম ও দ্বিতীয় সেমেস্টার এবং দ্বাদশের তৃতীয় ও চতুর্থ সেমেস্টারের পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। তবে একমাত্র প্র্যাক্টিক্যাল পরীক্ষাতেই এই ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, কোনো থিওরি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার এখনও নিষিদ্ধ। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নতুন সেমেস্টার সিস্টেমে ক্যালকুলেটর ব্যবহার নিয়ে এর আগে সংসদের কাছে বিভিন্ন স্টেকহোল্ডারদের তরফে অনুরোধ এসেছিল। তা বিবেচনা করে এই সিদ্ধান্ত জানিয়েছে সংসদ।

ক্যালকুলেটরের প্রকৃতি নিয়েও স্পষ্ট বিবরণ দিয়েছে সংসদ। বিবৃতিতে বলা হয়েছে পরীক্ষার্থীরা কেবলমাত্র এমন ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন যাতে সাধারণ, ত্রিকোণমিতি, এক্সপোনেনশিয়াল, লগারিদম ফাংশন রয়েছে। বিবৃতিতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, কেবলমাত্র সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, বৈজ্ঞানিক ক্যালকুলেটর ব্যবহারে এখনও নিষেধাজ্ঞা রয়েছে।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এখন হয় বছরে একবার।  রাজ্যে এবার বছরে ২ বার হবে উচ্চমাধ্যমিক। জাতীয় শিক্ষানীতির ভিত্তিতে রাজ্য শিক্ষানীতির সুপারিশে এরাজ্যেই প্রথম লাগু হতে চলেছে নতুন পদ্ধতি। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, চলতি বছরের নভেম্বর এবং ২৫ সালের মার্চে হবে একাদশ শ্রেণির ২টি সেমিস্টার।২০২৫ সালের নভেম্বেরে দ্বাদশ শ্রেণির প্রথম সিমেস্টার এবং ২৬-এর মার্চে দ্বাদশের দ্বিতীয় সিমেস্টার নিয়ে হবে উচ্চমাধ্যমিক। আর এভাবেই সেমেস্টার নিয়মের প্রথম উচ্চ মাধ্যমিক হবে ২০২৬ সালে। উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে প্রথম সেমিস্টার হবে MCQ পদ্ধতিতে OMR শিটে। 

আরও পড়ুন: Success Story: JEE Mains-এ ১০০ পার্সেন্টাইল পেয়ে শীর্ষস্থানে সক্ষম জিন্দাল, সাফল্যের মূল চাবিকাঠি কী ? জানালেন নিজেই 

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও দেখুন



Source link