কলকাতা: মাধ্যমিক (Madhyamik Exam 2025) পরীক্ষার নিয়মে বড় বদল। ২০২৫ শিক্ষাবর্ষ থেকে আসছে নয়া নিয়ম। এবার থেকে ফর্ম ফিল আপ করতে হবে অনলাইনে। এতদিন পর্যন্ত অফলাইনে ফর্ম করত ছাত্রছাত্রীরা। ইতিমধ্যেই নির্দেশিকা জারি করে তা জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।
মাধ্যমিক পরীক্ষায় বদল: আগামী বছর ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। ২২ ফেব্রুয়ারি শেষ হবে পরীক্ষা। চলতি মাসেই অফলাইনে ফর্ম পূরণের কথা ছিল। সেই নিয়মে বদল আনল মধ্যশিক্ষা পর্ষদ। প্রতিটি স্কুলের প্রধানদের নির্দেশিকা জারি করে পর্ষদ জানিয়েছে, যেসব পরীক্ষার্থী ২০২৫ সালে মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে, তাদের ফর্ম পূরণ পদ্ধতি হবে সম্পূর্ণভাবে অনলাইন পদ্ধতিতে। আগামী ২ ডিসেম্বর সকাল ১১টা থেকে শুরু হবে অনলাইনে ফর্ম পূরণ পদ্ধতি। ১৮ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত অনলাইনে ফর্ম পূরণ করা যাবে। www.wbbsedata.com ওয়েবাসইটে গিয়ে ফর্ম পূরণ করতে হবে। প্রত্যেক ছাত্রছাত্রীর ফর্ম পূরণ যেন সঠিক পদ্ধতিতে হয় সেদিকে নজর দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি স্কুলকে।
স্পষ্টতই ক্যাম্প অফিস থেকে ফর্ম দেওয়ার কাজ আর হচ্ছে না। পর্ষদ জানিয়েছে ১১ এবং ১২ নভেম্বর এবং ১২ এবং ১৩ নভেম্বর ক্যাম্প অফিস থেকে এই সংক্রান্ত কাজ হচ্ছে না। যদিও পর্ষদ জানিয়েছে, একটি ক্যাম্প অফিস পরিচালনা করা হবে আগামী ২০ এবং ২১ ডিসেম্বর। নবম শ্রেণির পড়ুয়াদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হবে। একইসঙ্গে অনলাইনে ফর্ম পূরণের পর একটি হার্ড কপি দেওয়া হবে। যাচাইকরণ এবং রেকর্ডের জন্য কোনও মাধ্যমিক পরীক্ষার্থীর (২০২৫) যদি নথি জমা দেওয়ার প্রয়োজন হয়, তাও সংশ্লিষ্ট দিনগুলির মধ্যে জমা দিতে হবে স্কুলগুলিকে। এই সংক্রান্ত কাজের জন্য ক্যাম্প অফিসে উপস্থিত থাকতে হবে স্কুলের প্রতিনিধিকে।
একনজরে আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার সূচি
- প্রথম ভাষা- ১০ ফেব্রুয়ারি
- দ্বিতীয় ভাষা- ১১ ফেব্রুয়ারি
- অঙ্ক- ১৫ ফেব্রুয়ারি
- ইতিহাস- ১৭ ফেব্রুয়ারি
- ভূগোল- ১৮ ফেব্রুয়ারি
- জীবন বিজ্ঞান- ১৯ ফেব্রুয়ারি
- ভৌত বিজ্ঞান- ২০ ফেব্রুয়ারি
- ঐচ্ছিক বিষয়- ২২ ফেব্রুয়ারি
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Dengue Update: রাজ্যে ফের ডেঙ্গি উদ্বেগ, উৎসবের মরশুমে বাড়ছে আক্রান্তের সংখ্যা
Education Loan Information:
Calculate Education Loan EMI
আরও দেখুন