NOW READING:
‘বুড়োবাবু ওখান থেকে ছিপ ফেলছেন, মাছ ধরবেন মন্তেশ্বরে’ ! নাম না করে কাকে নিশানা সিদ্দিকুল্লার ?
July 7, 2025

‘বুড়োবাবু ওখান থেকে ছিপ ফেলছেন, মাছ ধরবেন মন্তেশ্বরে’ ! নাম না করে কাকে নিশানা সিদ্দিকুল্লার ?

‘বুড়োবাবু ওখান থেকে ছিপ ফেলছেন, মাছ ধরবেন মন্তেশ্বরে’ ! নাম না করে কাকে নিশানা সিদ্দিকুল্লার ?
Listen to this article


রানা দাস,  পূর্ব বর্ধমান: বিধানসভা ভোটের কয়েক মাস আসে নিজের বিধানসভা কেন্দ্রে বেনজিরভাবে দলেরই একাংশের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে গ্রন্থাগার মন্ত্রী ও তৃণমূল বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরীকে। পূর্ব বর্ধমানে প্রকাশ্যে এসে পড়েছে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। 

আরও পড়ুন, ছাত্রীকে ‘গণধর্ষণ’, সেই সময় কলেজেই ছিলেন ভাইস প্রিন্সিপাল? ভাইরাল ছবি ঘিরে বিস্ফোরক প্রশ্ন

 এই প্রেক্ষাপটে সামনে এসেছে মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর বক্তব্যের এই ভিডিও। নাম না করে দলেরই জেলা সভাপতিকে তীব্র আক্রমণ শানিয়েছেন তিনি। মন্তেশ্বরের তৃণমূল কংগ্রেসের গ্রন্থাগারমন্ত্রী ও বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরী বলেন, কাটোয়া হল আমার এই দুটো আঙুলের মধ্যে। যেমন একসাথে লেগে আছে। আমার বাড়ি ওখানে। জন্ম ওখানে। একটুখানি … গুলিয়ে দিলে কোথাকার জল কোথায় চলে যাবে তার হিসাব নেই। বর্ধমান জেলায় বসে বসে স্বপ্ন দেখছেন মেমারির। আমি প্রকাশ্য ভাষায় বলছি, আমার বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে আমাকে বলুন। কর্মীদেরও বলছি, মাথা গরম করলে ক্ষতি হবে, ঠান্ডা মাথায় চললে অনেক দূর চলা যাবে আর মাথা গরম করলে কেউ না কেউ মুগুর মেরে মাথাটাকে গোলমাল করবে।
 
একুশে জুলাইয়ের প্রস্তুতি দেখতে বৃহস্পতিবার মেমারি থেকে কুসুমগ্রাম যাচ্ছিলেন গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। রাস্তায় দফায় দফায় বিক্ষোভের মুখে পড়েন তিনি। সিদ্দিকুল্লা চোর, সিদ্দিকুল্লা চোর…চোর…চোর। তাঁর গাড়ি ভাঙচুর, ঝাঁটা-জুতো দেখানো, গো ব্য়াক স্লোগান দেওয়ার ঘটনায় মন্তেশ্বরেরই তৃণমূল নেতা আহমেদ শেখকে দায়ী করেছেন সিদ্দিকুল্লা চৌধুরী। আবার আহমেদ শেখের পাশে দাঁড়িয়ে উল্টো সুর শোনা গেছে তৃণমূলের জেলা সভাপতির গলায়। এই প্রেক্ষাপটে ভাইরাল ভিডিওয় কার্যত হুমকির সুর শোনা গেছে সিদ্দিকুল্লা চৌধুরীর গলায়। 

পূর্ব বর্ধমানের তৃণমূল জেলা সভাপতি  রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, ভিডিও দেখলাম, বলছে বুড়ো ভাম। উনি বয়োজেষ্ঠ্য, মন্ত্রী। মন্তব্য করব না। দলকে জানাব। সিদ্দিকুল্লা চৌধুরীর বক্তব্যের এই ভিডিও সামনে আসতেই ফের দলের মন্ত্রীর বিরুদ্ধে সুর চড়িয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ শেখ। মন্তেশ্বরের পঞ্চায়েত সমিতির সভাপতি  আহমেদ শেখ বলেন, শেষের দিকে- রেগে দিয়ে বলছে- সিদ্দিকুল্লার রবীন্দ্রনাথের থেকে শেখা উচিত রাজনীতি। এরকম পা ভেঙে দেব, মেরে দেব, এসব ভাষা?  মন্তেশ্বরের তৃণমূল কংগ্রেসের গ্রন্থাগারমন্ত্রী ও বিধায়ক  সিদ্দিকুল্লা চৌধুরী বলেন,মুখ্যমন্ত্রী থেকে ফিরহাদ হাকিম সবাই যখন খোঁজ নিচ্ছে জেলা সভাপতি একবারও খোঁজ নেননি তিনি কোন মিটিং পর্যন্ত ডাকেনি তিনি আহমেদকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন জায়গায়। তৃণমূলের দ্বন্দ্ব সামনে আসতেই কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি।সব মিলিয়ে চরম অস্বস্তিতে তৃণমূল।



Source link