মন্তেশ্বর: নিজের বিধানসভা কেন্দ্রে তৃণমূল কর্মীদের হাতেই আক্রান্ত তৃণমূল কংগ্রেসের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী ! এদিন সিদ্দিকুল্লা চৌধুরীর গাড়ি ভাঙচুর করা হয়েছে। নিজের দলের বর্ষীয়ান নেতাকেই কালো পতাকাও দেখিয়েছে খোদ তৃণমূলকর্মীরাই। এখানে শেষ নয়, ঝাঁটা-জুতো দেখিয়ে মন্ত্রীকে গো ব্যাক স্লোগান দিয়েছে দলীয় কর্মীরা। এই ঘটনার পর গ্রন্থাগারমন্ত্রীর হুঙ্কার, ‘প্রয়োজনে দল ছেড়ে দেব।’ এদিকে, মন্ত্রী তোলাবাজ-চিটিংবাজ, পাল্টা আক্রমণ মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানের।
আরও পড়ুন, ‘ইউনিয়নরুমে মেয়েটা যাবে এক ডিগনিটি নিয়ে, যতক্ষণে দরজাটা খুলবে..’, আনন্দে মুখ এবিপি খুললেন মনোজিতের শিকার আরেক নির্যাতিতা
এই ঘটনার পর তৃণমূলেরই ব্লক সভাপতির দিকে আঙুল তুলেছেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। বলেন, ও বেতাজ বাদশা। আইন মানে না। দলের শৃঙ্খলা মানে না। ওর চরিত্র হল গুণ্ডামি করা। আর টাকা দিয়ে গুন্ডা পোষা। ১০০ শতাংশ আমি যা বলছি…এলাকার মানুষ উত্তপ্ত হয়ে আছে। দলের কাছে সব রিপোর্ট থাকে না। আমি যেখানে জানানোর, জানিয়েছি। বিশেষভাবে পুলিশের সঙ্গে আমার কথা হবে। এই নৈরাজ্য মেনে নেওয়া যায় না। দলকে সিদ্ধান্ত নিতে হবে দল কী করবে ? আমি শান্তির পক্ষে। আমাকে টেনে বের করে তো খুন করতে চেয়েছিল। আপনার কোথাও আঘাত লেগেছে ? সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমার কড়ে আঙুলে লেগেছে। এই জামায় দাগ আছে, আরও দুই জায়গায়। ভিতরে কাচ ভাঙচুর হয়েছে। আমাকে আহত করা নয়, নিহত করা তাঁদের উদ্দেশ্য ছিল।’