<p>ABP Ananda Live: আবাস যোজনার তালিকায় নাম না থাকায় বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ। বিক্ষোভ মালদার রতুয়া ১ নম্বর ব্বকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের। রতুয়া ১ নম্বর বিডিও অফিসের সামনে বিডিওকে ঘিরে বিক্ষোভ। গরীব মানুষের নাম কেন সরকারি আবাস যোজনার তালিকায় নেই? অভিযোগ বিক্ষোভ স্থানীয়দের। ‘কাঁচা বাড়ি থাকলেও নাম নেই আবাস তালিকায়’। ‘যাঁদের নাম নেই তাঁদের আবেদনপত্র জমা দিতে বলা হয়েছে,’জানালেন রতুয়া ১ নম্বর ব্লকের বিডিও।</p>
<p>রেফার রোগে ফের হয়রানি। দুর্ঘটনায় গুরুতর আহত বাঁকুড়ার শিশুকে নিয়ে নাজেহাল পরিবার। গতকাল বিকেল ৫টা থেকে একের পর এক হাসপাতাল ঘুরেও মেলেনি চিকিৎসা। বর্ধমান মেডিক্যাল কলেজ থেকে শিশুকে প্রথমে রেফার করা হয় এনআরএস হাসপাতালে। এনআরএস থেকে ওই শিশুকে রেফার করা হয় এসএসকেএম হাসপাতালে। গতকাল সন্ধে ৭টার সময় শিশুকে নিয়ে এসএসকেএম-এর ট্রমা কেয়ারে এসে পৌঁছয় শিশুর পরিবার। ট্রমা কেয়ার থেকে শিশুর পরিবারকে পাঠানো হয় এসএসকেএম-এর জরুরি বিভাগে। জরুরি বিভাগ থেকে ফের ওই পরিবারকে পাঠানো হয় ট্রমা কেয়ার সেন্টারে। গতরাতেই জানিয়ে দেওয়া হয়, ট্রমা কেয়ারে শিশুর চিকিৎসা হবে না, দাবি পরিবারের। সেখান থেকে বাধ্য হয়ে গুরুতর আহত শিশুকে নিয়ে যাওয়া হয় শিশুমঙ্গল হাসপাতালে। এখানে চিকিৎসার পরিকাঠামো নেই, জানিয়ে দেয় শিশুমঙ্গল হাসপাতাল কর্তৃপক্ষ, দাবি পরিবারের।<br />শিশুমঙ্গল থেকে চিত্তরঞ্জন হাসপাতালে যায় শিশুর পরিবার। চিত্তরঞ্জন হাসপাতাল ফের এসএসকেএম হাসপাতালে রেফার করে শিশুকে। গভীর রাতে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে আসা হয় শিশুকে। সকালের দিকে খবর জানাজানি হতে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ারে ভর্তি নেওয়া হয় শিশুকে।</p>
Source link
আবাস যোজনার তালিকায় নাম না থাকায় বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ

+ There are no comments
Add yours