কলকাতা: বেসরকারি হাসপাতালে বেলাগাম বিল, নিয়ন্ত্রণ চায় স্বাস্থ্য কমিশন। ‘প্যাকেজ বহির্ভূত খরচ কেন বাড়ছে নার্সিংহোম, বেসরকারি হাসপাতালে? ১ লক্ষ টাকার প্যাকেজ, অথচ বিল হচ্ছে সাড়ে ৪ লক্ষ টাকা!’, চিকিৎসা খরচ নিয়ন্ত্রণ করুন, হাসপাতালগুলিকে নির্দেশ স্বাস্থ্য কমিশনের।
‘বিশেষজ্ঞদের দিয়ে বেসরকারি হাসপাতালের চিকিৎসা খরচ বেঁধে দিক কমিশনই’, স্বাস্থ্য কমিশনের সঙ্গে বৈঠকে প্রস্তাব উঠল বেসরকারি হাসপাতালের তরফেই। বেসরকারি ক্ষেত্রে চিকিৎসা খরচ বাঁধতে সর্বোচ্চ স্তরে আলোচনা চলছে, জানিয়েছে কমিশন। ৬ মাস পরে আবার হাসপাতালগুলোর সঙ্গে বৈঠকে বসবে স্বাস্থ্য কমিশন। স্বাস্থ্য সাথীতে কত রোগী ভর্তি? বেসরকারি হাসপাতালের কাছে তথ্য চাইল কমিশন। ৩ বছরে স্বাস্থ্য সাথী প্রকল্পে যাদের বেশি পরিষেবা, তাদের পুরস্কৃত করবে কমিশন । স্বাস্থ্য সাথী, রাজ্য সরকার হেলথ স্কিমে অন্তত ১০% বেড বরাদ্দ রাখতে বলল কমিশন।
আরও পড়ুন, ‘রোগা হওয়ার জন্য বেস্ট গরমকাল’ ! ডায়েটে কী কী রাখার পরামর্শ TMC সাংসদ রচনার ? ‘অভিষেক আইকন..’
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আরও দেখুন